আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১২ মার্চ, ২০১৪

ধর্মপচানি পংক্তিমালা - ০১

লিখেছেন জুপিটার জয়প্রকাশ 

১.
যে প্রমাণহীন বিশ্বাসে অনুপ্রাণিত হইয়া মানুষ বোকা হওয়াকেই বুদ্ধির কাজ মনে করে, তাহাকে ধর্ম বলা হয়।

২.
বৈদিক সিকিউরিটি:

অথর্ব্ব বেদের মধ্যে একখানি মন্তর আছে, সেইটি পাঠ করিয়া যে এলাকা প্রদক্ষিণ করিবেন সেখানে চোর ডাকাত বা শত্রু প্রবেশ করিতে পারিবেক না।

(প্রদক্ষিণ = দক্ষিণে (মানে ডাইনে) মালটিকে রাখিয়া পরিক্রমা (মানে চক্কর)

যে সকল ব্যক্তি বেদের উপর বিশ্বাস রাখেন, তাঁহারা যদি তালা, চাবি, সিন্দুক, দেওয়াল, সিকিউরিটি-ক্যামেরা এবং সীমান্তরক্ষী বাহিনী (ও তাহাদের কামান, বন্দুক, ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধজাহাজ ইত্যাদি) ত্যাগ করিয়া পরিবর্তে এই পদ্ধতিটি ব্যবহার করিতে চান, তবে করিতে পারেন। কপিরাইট বা পেটেন্ট এর ঝামেলা নাই। বেদ জগতের সকল মনুষ্যের জন্য উন্মুক্ত।

তবে এই পদ্ধতি ফেল করিয়া ফকির হইলে অন্য যে কোনো ধর্মগ্রন্থের ন্যায় বেদেরও কোনো প্রকার দায়দায়িত্ব নাই। কাঞ্জিলাল ভাইয়ের মত ঈশ্বরকে আদালত দেখানো নিষেধ।

৩.
আকাশ হৈতে আল্লায় পানি ডিস্ট্রিবিউট করেন। সেই ডিস্ট্রিবিউশনের ফলে পবিত্র আরব দ্যাশ মরুভূমি হৈয়া যায়। অন্যদিকে কাফির হিন্দুস্তানে বছরে চারবার চাষ হয়। এর পর মুমিনেরা আল্লার কোন অবদানকে অস্বীকার করবে? নিশ্চয় আল্লা কাফেরদের প্রতি সদয়!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন