অবৈধ সেই কাজটি আশরাফুল একবার করলে বলা যেতে পারতো - সাময়িক প্রলোভন বা মুহূর্তের ভ্রান্তির বশে ঘটানো অপরাধের শাস্তিটা (আট বছরের নিষেধাজ্ঞা) মাত্রাতিরিক্ত হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে সকলের চোখ এড়িয়ে সজ্ঞানে ও সিস্টেম্যাটিকভাবে অবৈধ অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত থাকার শাস্তি কি এমনই হবার কথা ছিলো না?
এর ফলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলো কি না, সেটা আলাদা বিতর্কের বিষয় হতে পারে, তবে দীর্ঘকালীন ও উপর্যুপরি কৃত অপরাধের দায় এবং ফলশ্রুতিতে ক্রিকেট-বিশ্বে অর্থ-কেলেংকারি খাতে বাংলাদেশের নামে কলঙ্ক এনে দেয়ার কৃতিত্ব যে আশরাফুলের নামাজী ললাটে শোভা পাবে, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই।
এর ফলে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলো কি না, সেটা আলাদা বিতর্কের বিষয় হতে পারে, তবে দীর্ঘকালীন ও উপর্যুপরি কৃত অপরাধের দায় এবং ফলশ্রুতিতে ক্রিকেট-বিশ্বে অর্থ-কেলেংকারি খাতে বাংলাদেশের নামে কলঙ্ক এনে দেয়ার কৃতিত্ব যে আশরাফুলের নামাজী ললাটে শোভা পাবে, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই।
ধর্মকারীতে আশরাফুল-প্রসঙ্গ অবতারণার কারণ অবশ্য ভিন্ন। চোখে পড়েছিল এবং খুব খটকাও লেগেছিল, যখন অপরাধ করে ধরা পড়ার পরই আশরাফুল বনে গিয়েছিলেন মমিন মুছলিম। দাড়ি রাখা, নামাজ পড়া তো বটেই, এমনকি হজ্বও সেরে এসেছিলেন তিনি। সারা সপ্তাহ অবৈধ কাজকর্মে লিপ্ত থেকে জুম্মার নামাজে হাজিরা দিয়ে অনেকে যেমন মনে করে তাদের গুনাহ্ মাফ হয়ে গেছে, আশরাফুলও হয়তো ভেবেছিলেন, ইছলামের শায়াতলে আশ্রয় নিলে তা তাঁর প্রাপ্য শাস্তি মওকুফ বা নিদেনপক্ষে কোমলতর করতে সাহায্য করবে নিশ্চয়ই। তাই অপরাধ করার পরে ধর্মকর্মে মন দেয়ার সুবিধাবাদী ও ধূর্ত ঐতিহ্য অনুসরণ করেছিলেন তিনিও।
পাপমুক্তির প্রত্যাশায় তিনি ইছলামের হেডকোয়ার্টার মক্কা পর্যন্ত গেছেন, হজ্বও করেছেন। অবৈধ পন্থায় অর্থ কামানোর পর ছহীহ উপায়ে ছওয়াব কামিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টায় মাথাও কামিয়েছিলেন তিনি। কিন্তু ক্বাবা নামের ইমারত, হজরে আসওয়াদ নামের কৃষ্ণবর্ণ প্রস্তরখণ্ড, মুহম্মদ নামের ইছলামের নবী এবং করুণাময় নামের আল্যাফাক আশরাফুলের শরীরের একাংশে কেশপালন ও অন্য অংশে কেশমুণ্ডণসহ যাবতীয় ছহীহ উদ্যোগকে পাত্তা দেয়নি। দেয়ার ক্ষমতাও নেই যে কারোর!
আসলে দোয়া-মোনাজাত-প্রার্থনাসহ যাবতীয় ধর্মীয় রিচ্যুয়াল পালন ভবিষ্যতের ঘটনায় কোনও প্রভাবই রাখে না বা রাখতে পারেও না - তা প্রমাণিত সত্য। আশরাফুল সেটা বোঝেননি। বোঝে না কোনও ধর্মবিশ্বাসীও!



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন