আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

মুছলিম-নাস্তিক সংলাপ

ইংরেজি থেকে অনুবাদ করেছেন সাবিহা সুলতানা

মুছলিম: পৃথিবীতে এখন মুছলিমের সংখ্যা ১.৬ বিলিয়ন। অচিরেই আমরা কাফেরদের সংখ্যা ছাড়িয়ে যাবো।
নাস্তিক: আহমেদিয়া আর কাদিয়ানীদের হিসেবে ধরা হবে?
- না, আহমেদীয় কুকুরদের সাথে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- মাজারের অনুসারী ও মৃতপূজারিরা?
- ওরা সব কাফের! ওদের সাথে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- আইসিস সম্পর্কে কী বলবেন? তারা তো সব সুন্নি।
- তাদের সাথে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- আর শিয়ারা, যারা ১২ জন ইমামের অনুসারী, ভিন্ন পদ্ধতিতে নামাজ আদায় করে, রক্তে গোসল করে, আবু বকর আর ওমর সম্পর্কে আজেবাজে কথা বলে?
- ওরা কাফের! ইছলামের সাথে তাদের কোনও সম্পর্ক নেই।
- ক'দিন আগে পত্রিকায় এসেছে, এক ইমাম ৫ বছর বয়সী এক বালকতে ধর্ষণ করে পরে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করেছে।
- এই ইমামগুলো ইছলামের দুর্নাম ছড়াতে সাহায্য করছে। এদের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- মুছলিমদের আরেকটি গোত্র আছে, যারা সমস্ত হাদিস অস্বীকার করে এবং শুধু কোরান মেনে চলে। এরা পারভেজী হিসেবে পরিচিত।
- এদের সাথে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- শোনা যায়, ৫৪ বছর বয়সে নবীজি ৯ বছর বয়সী আয়েশার সাথে বিবাহ পূর্ণাঙ্গ করেছিল।
- এগুলো সব জাল হাদিস।
- কিন্তু এই হাদিসগুলো তো ইমাম বুখারি ও ইমাম মুসলিম সংকলন করেছিলেন এবং হাদিসগুলো ছহীহ হিসেবে স্বীকৃত।
- হাদিসের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- পাকিস্তানে তালিবানরা...
- ওরা দেওবন্দীর ভক্ত। তারা ভারত, আমেরিকা আর ইসরায়েলের দালাল। এদের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- অতীন্দ্রিয়বাদী সুফী সাধকরা...
- তথাকথিত অতীন্দ্রিয়বাদী সুফী সাধকরা কিতাব অনুসারে ইছলাম অনুসরণ করে না এবং তাদের বিশ্বাস তাদেরকে নিয়ে যায় কাফেরদের পথে। এদের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- উদারপন্থী প্রগতিশীল মুছলিমদের সম্পর্কে আপনার কী ধারণা?
- তারা গেছে বিপথে। তাদের দলে সেক্যুলাররাও আছে। এদের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- সৌদি সালাফি আর ওয়াহাবিরা?
- এরা জঙ্গি ও জিহাদবাদী। এদের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই।
- অমুছলিমদের হত্যা বিষয়ে আপনার মতামত কী?
- ইছলাম শান্তির ধর্ম। ইছলামে হত্যার স্থান নেই।
- কিন্তু কোরানে তো স্পষ্ট ভাষায় জিহাদের আদেশ দেয়া হয়েছে।
- আপনি তা প্রসঙ্গ-বহির্ভূতভাবে উদ্ধৃত করছেন।
- মোদ্দা কথা, ইছলামের সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নেই। এবং ১.৬ বিলিয়নের ভেতরে আপনিই একমাত্র মুছলিম।
- আপনি ইছলাম বোঝেন না।
- আপনি বোঝেন?
- আপনার মতো যারা ইছলামের দুর্নাম করে, তাদের হত্যা করা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন