আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৪ জুলাই, ২০১০

ধর্মানুভূতির স্পর্শকাতর শিশ্ন


ধর্মানুভূতির স্পর্শকাতর শিশ্ন এবার উত্থিত হয়েছে রাশিয়ায়। সমাজতন্ত্রের পতনের পরে এখন সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মকে কল্কে দেয়া হয়ে থাকে। আর প্রচারমাধ্যমের প্রায় পুরোটাই যেহেতু এখন সরকার-নিয়ন্ত্রিত, আর তাই রাশিয়ার অর্থোডক্স খ্রিষ্টান চার্চ এবং তার অনুসারীদের (১৪০ মিলিয়ন জনসংখ্যার ১০০ মিলিয়ন) দাপট ক্রমবর্ধমান। নিচের কার্টুনটি বেশ প্রাসঙ্গিক ও অর্থবহ।


ছোট্ট ভূমিকা। ধরা যাক, আমি গভীরভাবে বিশ্বাস করি, আমার ফ্রিজে বাস করে স্পাইডারম্যান এবং সে আমার কাছে ঈশ্বরতূল্য। আমি তার কাছে প্রার্থনা করি, সে আমার প্রার্থনার জবাব দেয়... আমার এই বিশ্বাস নিয়ে কেউ ব্যঙ্গ করলে আমার বিশ্বাস আঘাতপ্রাপ্ত হবে বটে, কিন্তু কেউ সেটাকে আমলে নেবে না, যদিও প্রচলিত ধর্মবিশ্বাসের সঙ্গে আমার স্পাইডারম্যান-বিশ্বাসে মৌলিক কোনও পার্থক্যই কিন্তু নেই। অথচ পাত্তা পায় ধর্মবিশ্বাস! কোন যুক্তিতে? কেউ বুঝিয়ে বলবেন?

তো মূল কথায় আসি। মস্কোয় ২০০৭ সালে "নিষিদ্ধ চারুকলা" নামে একটি চিত্র-প্রদর্শনীর আয়োজন করার অভিযোগে তিন বছরের জেল দেয়া হয়েছে উদ্যোক্তা ও আয়োজকদের। "ধর্মবিশ্বাসে আঘাত হানা এবং ধর্মসম্বন্ধীয় ঘৃণাবোধ উসকে দেয়ার অভিযোগে।"



সংবাদ ও ভিডিওর লিংক পাঠিয়েছেন সুরঞ্জনা হক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন