উগান্ডার দু'টি বারে অতর্কিতে আত্মঘাতী হামলা চালিয়ে কমপক্ষে ৬৪ জনকে হত্যা করেছে সোমালিয়ার ইসলামী জঙ্গিরা। সেখানে লোকজন বসে বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখছিল। কিন্তু ফুটবল তো ইসলামবিরোধী খেলা! তাই আল-শাবাব নামের আল-কায়েদার একটি অঙ্গ-প্রতিষ্ঠান এই হামলা চালায়। এই হামলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সেই গ্রুপের নেতা। সে বলেছে, উগান্ডা কাফেরদের দেশ... উগান্ডা ইসলামের বিরুদ্ধে, আর তাই কাম্পালায় (উগান্ডার রাজধানী) যা ঘটেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।
মডারেট মুসলিমদের কণ্ঠ এবারেও শোনা যাবে না। না হয় মরলোই কিছু লোক! তাছাড়া মনে তো হচ্ছে, মরেছে কাফেররা! ধর্মের নামে করলে সবকিছুই যায়েজ!
সুবিধাবাদী এই মডারেটদের (যারা ইহজগতেরটাও ভোগ করবে, পরকালেরটাও ছাড়বে না) নীরব প্রশ্রয়ে জঙ্গিদের বাড় এতোটা বেড়েছে। তবে তাদের নবীর ছবি এঁকে দেখুন না শুধু! এই মডারেটদের কণ্ঠও গর্জে উঠবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন