সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত পর্তুগিজ সাহিত্যিক Jose Saramago মৃত্যবরণ করেছেন গত ১৮ জুনে। তিনি "জঙ্গি" নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ মে ধর্মকারীতে তাঁকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছিল প্রৌঢ়ত্বে পৌঁছেও নির্ভীক নামে।
তো পর্তুগালের প্লেবয় পত্রিকা তাঁর সম্মানে তাঁর রচিত The Gospel According to Jesus Christ অবলম্বনে প্রচ্ছদ তৈরি করে।
ফলাফল? ব্ল্যাসফেমির অভিযোগে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। না, পর্তুগালের সরকার নয়, বন্ধ করেছে প্লেবয়ের কেন্দ্রীয় সংস্থা।
এর আগে মেক্সিকোর প্লেবয় পত্রিকায় কুমারী মাতা মেরিকে নিয়ে প্রচ্ছদসহ বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল।
অল্পস্বল্প শোরগোল উঠেছিল এই সংখ্যা প্রকাশিত হবার পর। তবে প্রকাশনা বন্ধ করা হয়নি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন