ইসলামের ইমেজটি যে কী কুৎসিত, কী ভয়ঙ্কর, মুসলমানদের চোখে তা পড়ে বলে মনে হয় না!
গত ১০ জুলাই ওয়েলসের কার্ডিফে জন তিরিশেক মুসলিম (পাঁচজন বোরখাচ্ছাদিত মহিলাসহ) জমায়েত হয় উম্মাহ রাইজ ডেমোনস্ট্রেশনে।
শুরুতেই পুরুষেরা নামাজ আদায় করলো। মেয়েরা দাঁড়িয়ে রইলো পাশে (তাদের নামাজ ক্বাযা হলো, ছওয়াব লাভও হলো না! অবশ্য মেয়েদের সুখ-সুবিধার ব্যাপারটি ইসলামে বরাবরই উপেক্ষিত।)। তারপর মাইকে শুরু হলো তাদের হেইট-স্পিচপূর্ণ অশ্লীল ম্যাৎকার। মুসলিম জওয়ানেরা হাতে ধরে রাখলো হাতে বেশ কিছু প্ল্যাকার্ড। সে-সবে লেখা:
Belgium go to Hell
France go to Hell
The hour will not be established until a group of Muslims conquer Rome
Niqab today, Quran tomorrow
Hands off Muslims
Islam is the answer. Democracy is the cancer
Democracy = Hypocrisy
Shariah 4 Europe
European Union Satanic Union
Man-made law go to Hell
ভিডিওটা দেখলেন? এবারে আসুন, একটু কল্পনা করি। ধরা যাক, অ-মুসলিমদের একটি গ্রুপ মডারেট মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের (আরবীয় দেশগুলোর কথা নয় না-ই বলি) কোনও সড়কে দাঁড়িয়ে এমন হেইট স্পিচ মাইকে প্রচার করছে, সরাসরি বলছে হুমকির কথা, আগ্রাসনের কথা, দেশের পরিচিতিকে অপমান করছে... কী হবে তাহলে? পুলিশকে হস্তক্ষেপ করার সুযোগ না দিয়েই তৌহিদী জনতা তাদের পিটিয়ে লাশ বানাবে না?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন