আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৮ ডিসেম্বর, ২০১০

আশাবাদী হওয়াই যায়


আমেরিকানদের বিপুল ধর্মপ্রীতি (ধর্মভীতিও বলা চলে) তো সর্বজনবিদিত। সেই আমেরিকা থেকেই সুসমাচার আসছে। তরুণ ও যুবকদের ভেতরে চার্চবিমুখতা কতোটা প্রকট হয়ে উঠলে অবসরপ্রাপ্ত ব্যাপ্টিস্ট ধর্মযাজক উদ্বেগ প্রকাশ করে নিবন্ধ লিখতে পারেন, ভেবে দেখুন। 

ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে তিনি তিনটি কারণ বের করেছেন এই "ভয়াবহ" প্রবণতার। সংক্ষেপে বলি: 

এক. কলেজ ও পরবর্তীতে শিক্ষাপ্রাপ্তরা চিন্তাশীল। তাদের প্রশ্ন ও জ্ঞানের কৌতূহল মেটানোর ক্ষমতা নেই চার্চগুলোর।  

দুই. নৈতিকতার দৌড়ে চার্চগুলো পিছিয়ে আছে। এছাড়া সমকামিতা ও অ্যাবোরশান প্রসঙ্গে ধর্মীয় অন্ধবিদ্বেষের কারণে এরা বিরক্ত ও ক্লান্ত।

তিন. তাদের বর্তমান জীবনধারায় চার্চের পরকালসর্বস্ব বক্তব্য ও রিচুয়ালের কোনও সম্পর্ক নেই, তা তারা স্পষ্ট অনুধাবন করতে পারছে।  

পুরোটা পড়ে দেখতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন