আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৩ ডিসেম্বর, ২০১০

বৃষবিষ্ঠা বা বল্দার্গু – ০৭


(ধর্মের সঙ্গে আপাত সম্পর্কহীন এই সিরিজটি ধর্মকারীতে প্রকাশের কারণ একটিই: তথ্য-প্রমাণহীন যে কোনও বিশ্বাসের প্রচার ও প্রসার ক্ষতিকারক। ধর্মসহ এই জাতীয় যাবতীয় অপবিশ্বাস থেকে মুক্ত হতে পারলেই নিজেকে প্রকৃত মুক্তমনা বলা যেতে পারে। তার আগে নয়।)

কতো উৎকট জিনিসে মানুষে বিশ্বাস করে! এই যেমন, মৃত লোকদের আত্মা ডেকে এনে তাদেরকে নানাবিধ প্রশ্ন করে উত্তর পাওয়া সম্ভব বলে মনে করা হয়। আর সেই কাজে ব্যবহার করা হয়ে থাকে উইজা বোর্ড (অনেকের কাছে প্ল্যানচেট হিসেবে পরিচিত)। দুর্বলচিত্ত ও বিশ্বাসপ্রবণ মানুষেরা যুগ যুগ ধরে চর্চা করে আসছে একেবারেই যুক্তিরহিত, ভিত্তিহীন এই প্রক্রিয়ার।

Penn & Teller জুটির উপস্থাপিত ব্যঙ্গ-বিদ্রূপবহুল ব্যাশিং টিভি-সিরিজ "বুলশিট"-এর এই পর্বের (তিরিশ মিনিট) বিষয়বস্তু: উইজা বোর্ড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন