খ্রিষ্টানপন্থী ফক্স নিউজ চ্যানেলের সেই জাঁদরেল উপস্থাপক, যিনি জোয়ার-ভাটার কারণ সম্পর্কে একেবারেই অজ্ঞ, উদ্যোগ নিয়েছিলেন আত্মপক্ষ সমর্থনের। একটি ভিডিও তিনি ছেড়েছিলেন ইউটিউবে (প্রাসঙ্গিক পোস্ট: মূর্খতার জোয়ার, বুদ্ধির ভাটা)। কাজটি করে তিনি নিজের দুর্যোগ আরও বাড়িয়েছেনই শুধু। ভিডিওতে তিনি দাবি করেছেন, পৃথিবী ছাড়া অন্য কোনও গ্রহের চাঁদ নেই!
মজার ব্যাপার হচ্ছে, সেই ভিডিওর লিংকে গিয়ে বড়োই মনোহর একটি দৃশ্য অবলোকন করলাম। এই পোস্ট লেখার মুহূর্তে ২৫২ জন সেটি পছন্দ করেছে, আর আমার দেয়া ভোটসহ তা অপছন্দ করেছে ৭২৯৮ জন!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন