আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৩ মার্চ, ২০১১

বাংলায় বান্দা-শরিফ (বান্দা-আয়াত সমগ্র)

খোমাখাতায় একদল কাফের কোরানের মতো পবিত্র কিতাবের ভাষারীতি অনুসরণ করে রচনা করতে শুরু করেছে বান্দা-শরীফ নামের একটি গ্রন্থ (ইয়া মাবুদ, তুমি ইহাদের তরে জাহান্নাম অপেক্ষা বাহাত্তর গুণ ভয়ঙ্কর দোজখ নির্মাণ করো!)। 

এই সিরিজটি সেই ফেসবুক গ্রুপের মডারেটরের অনুমতিক্রমে প্রকাশ করা হচ্ছে, যিনি  ধর্মকারীর পাঠকদেরকে আহ্বান জানিয়েছেন বান্দা-শরীফ রচনায় অবদান রাখতে।  

  
সুরার নাম: সুরা ওমলেট
আয়াত সংখ্যা: নাজিল শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না
নাজিল হয়েছে সন্ন্যাসী-র ওপরে


১. ৎ ঞ ষ
২. নেই কোন উপাস্য বান্দা ছাড়া, বান্দা সবকিছুর ধারক, বাহক এবং কারক। সকল ঈশ্বরাদি তাহার পোষ্য এবং আজ্ঞাবহ।
৩. নিশ্চয়ই বান্দার উপর এই কিতাব নাজিল হয়েছে, তাই পূর্ববর্তী সকল কিতাব পরিত্যাজ্য বলে বিবেচিত।
৪. নিশ্চয়ই যে সকল ঈশ্বর আল-বান্দার আয়াতসমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বান্দা পরাক্রমশালী ও দন্ডদাতা।
৫. নিশ্চয়ই বান্দার অজ্ঞাত কোনো স্থান পৃথিবীতে নেই, মহাকাশও বান্দার নখদর্পণে।
৬. বান্দাগণ মহাবিজ্ঞ। টেস্টটিউব বেবি থেকে শুরু করে কৃত্রিম প্রাণ আবিষ্কার তার বিজ্ঞতারই পরিচয় বহন করে। নিশ্চয়ই তোমরা (ঈশ্বরগণ) এটাকে অস্বীকার করতে পার না।
৭. নিশ্চয়ই মহাবিজ্ঞ বান্দাগণের হাতে এই কিতাব নাজিল হয়েছে যাতে রয়েছে কিছু দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত।
৮. যারা এর ভুল ব্যাখ্যা করবে, যারা আল-বান্দার প্রতি ঈমান প্রদর্শন করবে না, তাদের জন্য রয়েছে পচা ডিমের ওমলেট। নিশ্চয়ই তোমরা তা খেতে চাও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন