আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৩ মার্চ, ২০১১

আমিনীর হুমকি


খুব মজাদার এক সাইটের সন্ধান পেলাম সেদিন। বাংলায় ব্যঙ্গবিদ্রূপময় প্যারোডি-সংবাদ।  বেশ নিয়মিতই আপডেট হচ্ছে, লক্ষ্য করলাম। 

তো ওই সাইটে পেলাম ধর্মকারীর জন্য খুবই উপযুক্ত একটি "সংবাদ"। 


ইতালি, মার্চ ১২ (মতিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় আট ফুট।

শুক্রবার জাপানে স্থানীয় সময় পৌনে ৩টায় রিখটার স্কেলে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়। 

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি শনিবার জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল প্রায় আট ফুট সরে গেছে।

পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর একদিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু মিয়াল।

দিনের দৈর্ঘ্যে খুব সামান্যই প্রভাব ফেলবে এটা। আর পৃথিবীর অক্ষরেখা যতখানি সরলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন তেমন নয়।”

পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত সরলরেখাটিকে বলা হয় পৃথিবীর অক্ষরেখা।

এদিকে ঢাকায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পৃথিবীর অক্ষরেখা লই চুদুরবুদুর ছইলত ন। অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দিতে তিনি এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের প্রতি কঠিন হুঁশিয়ারি জারি করেছেন। আমিনী বলেন, আল্লাহর তৈরি পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরানোর কোনো অধিকার এয়াহুদি-নাছারা বিজ্ঞানীদের নাই।

গত শনিবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পৃথিবীর অক্ষরেখা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মুফতি আমিনী এ কথা বলেন।

মুফতি আমিনী বলেন, অক্ষরেখা ১০ ইঞ্চি সরিয়ে এয়াহুদি-নাছারা বিজ্ঞানীরা নামাজের ওয়াক্ত পাল্টে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পৃথিবীতে মুসলমানের ধর্মপালনের বিরুদ্ধে চক্রান্তে জড়িত। অবিলম্বে পৃথিবীর অক্ষরেখার ১০ ইঞ্চি ফিরিয়ে দেয়া না হলে প্রয়োজনে লাখ লাখ আলেম রাস্তায় নামবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন