আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১

কোরানের মতে, পৃথিবী চ্যাপ্টা


স-ভূমিকা ভিডিওর লিংক পাঠিয়েছেন থাবা বাবা 

পবিত্র কোরানে বর্ণিত পৃথিবীর আকার
মুসলমানদের যে কোন দোজকে ঠাঁই হবে, সেটা নিয়ে আল্লা-তালাও কনফিউজড, কারণ সাতটার বেশী নাকি দোজক বানায় নাই আল্লা! কোরানে স্পষ্ট লেখা আছে যে, চাঁদ আর সূর্য একটা আরেকটার পিছু ধাওয়া করছে... সূর্যকে তৈরী করা হয়েছে উজ্জ্বল বস্তু দিয়ে যেটা দিনের বেলায় জ্বলে আর রাতে বন্ধ হয়ে যায়... আল্লা পৃথিবী তৈরী করেছেন চ্যাপ্টা বিছানার মতো, আর তাতে পর্বত স্থাপন করেছেন পেপারোয়েট হিসেবে (যাতে তার বায়ুত্যগের কারণে বিছানার চাদর উড়ে না যায়)।

মুসলমানরা এমন একটা অকাট্য যুক্তি ফেলে যে কী সব উলটা-পালটা কথায় বিশ্বাস করা শুরু করেছে... পৃথিবী নাকি গোল, সূর্য নাকি সারাক্ষণই জ্বলতে থাকে, চাঁদের নাকি কোনো আলোই নাই, তার ওপর কী নাফরমানী কথা... পৃথিবী নাকি সূর্যের চারদিকে ঘোরে। সব হলো ঐসব ইহুদী আর খ্রিষ্টান শয়তানগুলার কাজ। ওরা তো দোজকে যাবেই, মুসলমানদেরও সাথে নিয়ে যাবে।

আফসোস... ম্যাগেলান খালি খালি মরে গেল মিথ্যে প্রমাণ করার জন্য, উলটা তার ভাগের হুর-গেলমানগুলাও হারালো! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন