এ বছরের মে মাসের একুশ তারিখে যিশুর দ্বিতীয় আগমন ঘটবে ভেবে একদল খ্রিষ্টান প্রবল বিশ্বাসে বলীয়ান হয়ে আছে, তা তো অনেকই জানেন। এদিকে ইরানের সরকারও মনে করছে, ইমাম মেহদির আগমনও সমাসন্ন। আরব জাহানে ঘটমান অস্থিতিশীলতাকে হাদিসে উল্লেখিত ইমাম মেহদির সম্ভাব্য আগমনের ঐশী নিয়ামক হিসেবে ধরে নিচ্ছে তারা। তিনি একবার এসে পড়লে সমস্ত অমুসলিমকে পরাস্ত করে পুরো পৃথিবী দখল করে ফেলবে মুসলিমরা। অন্তত সে-কথাই লেখা আছে হাদিসে।
এবং সেই স্বপ্নসুখে বিভোর ও পুলকিত ইরান সরকার প্রপাগান্ডামূলক একটি ভিডিও নির্মাণ করেছে। সেটি এখনও কোথাও প্রচারিত না হলেও ফাঁস হয়ে নেটে এসে গেছে।
প্রথমে দেখুন প্রাসঙ্গিক একটি রিপোর্ট এবং পরে, মন চাইলে, সেই ভিডিওটি। আমি নিজে দেখিনি। প্রায় আধাঘণ্টার আবর্জনা দেখে সময় নষ্ট করার সময় নেই 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন