ভিডিওর স-ভূমিকা লিংক পাঠিয়েছেন থাবা বাবা
গত কয়েকশ বছর ধরে বিজ্ঞানীরা আলোর গতি মাপার চেষ্টা করে করে ক্লান্ত... শেষ মেষ এই গত ৫০ বছরের মধ্যে এসে স্থির হলো আলোর গতি... কিন্তু সব বৃথা, এই প্রচেষ্ঠা পুরাই রিপোস্ট খেয়ে গেল হেটমুন্ড-ঊর্ধ্বপোঁদে আল্লাকে তেল মর্দনকারীদের কাছে। আল্লা-তালা নাকি আগেই কোরানে বলে দিয়েছেন আলোর গতিবেগ কতো... আলোর গতিবেগ নিয়ে শেষ আপডেটের পর তারা হঠাৎ করেই আবিষ্কার করলো কোরানেই আলোর গতি কতো সেটা দেয়া আছে, এক্কেবারে নিখুঁত ভাবে... ইহুদী নাসারা বিজ্ঞানীদের হিসাব মতো। মুসলমানরা ধর্মবইটাও ঠিক মতো পড়ে না! ঠিক মতো পড়লে গত কয়েকশ বছর ধরে বিজ্ঞানিদের অনর্থক কষ্ট করতে হতো না!
তবে আগামী কয়েক বছর পরে যদি ইহুদী নাসারা বিজ্ঞানীদের গবেষণায় আলোর গতিবেগ পালটে যায়, সাথে সাথে কোরানও পালটি খাবে কি না, সেটা গবেষনার ব্যাপার, কারন বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু চৌধুরী সাহেবের... থুক্কু কোরানের কথার নড়চড় হয় না!
বিশেষ দ্রষ্টব্য: ভিডিওতে ব্যবহৃত অডিও ইউটিউব সরিয়ে ফেলেছে কপিরাইট আইনের আওতায়।
বিশেষ দ্রষ্টব্য: ভিডিওতে ব্যবহৃত অডিও ইউটিউব সরিয়ে ফেলেছে কপিরাইট আইনের আওতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন