আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১০ মে, ২০১১

এসেছে সময়


আমার অনেক পরিচিত ও বন্ধুজন অনেকেই বলেছেন, তাঁরা নীরবে ধর্মকারী পড়ে যান, কোনও পোস্ট পছন্দ হলেও খোমাখাতায় শেয়ার করার ইচ্ছে তাঁরা দমন করেন একটাই কারণে: তাঁরা তাঁদের প্রিয়জনদের কাছ থেকে ধর্মবিরোধিতা সংক্রান্ত গঞ্জনা শুনতে চান না, বা তাদেরকে জানতেই দিতে চান না নিজেদের ধর্মবিরোধী অবস্থানের কথা। 

আমি তাঁদের দোষ দিই না। আমাদের সমাজে যত্রতত্র নিজেকে নির্ধামিক হিসেবে পরিচয় দেয়া মানেই নিজেকে পরিহাস, ব্যঙ্গ, গঞ্জনাসহ অজস্র প্রশ্নবাণের লক্ষ্য হিসেবে উপস্থাপনা করা। এছাড়া ক্ষেত্রবিশেষে তা ঝুঁকিপূর্ণও বটে। 

আমেরিকাতেও একই দশা। ছুপা নাস্তিক সে-দেশেও কম নেই। তাদেরকে বলা হয় closet atheists। তাদের সমস্যাও একই ধরনের। খুবই প্রিয় ইউটিউবার  CultOfDusty এই সমস্যা তুলে ধরে যুক্তিযুক্ত আহ্বান জানিয়ে বলছেন, নিজেদের অস্তিত্বের সদর্প জানান দেয়ার সময় এসেছে। আমাদের দেশের নির্ধার্মিকদের ক্ষেত্রেও এই আহ্বান কিছুটা হলেও প্রযোজ্য বলে মনে করি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন