American Atheists’-এর সভাপতি ডেভিড সিলভারম্যান লিখেছেন ধর্মব্যবসায়ীদের সম্পর্কে, "এরা সেইসব লোক নয়, যারা ঈশ্বর বা নরকে ভীত। আমার ধারণা, তারা খুব ভালো করেই জানে, ভগবানেশ্বরাল্লাহ আসলে মিথ। এরা স্রেফ বাজে লোক। নাস্তিকদের ভেতরেও বাজে লোক আছে, যাদের মধ্যে নিকৃষ্টরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধার্মিক হবার ভান করে।"
কথা তো ভুল বলেননি তিনি! মুখে স্বীকার না করলেও ধর্মব্যবসায়ীদের বড়ো একটা অংশ নিশ্চয়ই নাস্তিক 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন