আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ২২ মে, ২০১১

ধর্মবিশ্বাসের ভুয়াত্ব আবারও প্রমাণিত


গতকাল, ২১ মে, পৃথিবী ধ্বংস হয়ে যাবার কথা ছিলো। এক দল খ্রিষ্টধর্মবিশ্বাসী নির্বোধ গত কয়েক মাস ধরে প্রচার করে এসেছে এই কথা (ধর্মকারীতে কয়েকটা পোস্টও প্রকাশিত হয়েছে এই আবালদের নিয়ে)। বলেছে, বাইবেল (এই শব্দে এ-কার তুলে দিয়ে আ-কার বসালেই যুক্তিযুক্ত হয়) গবেষণা করে তারা এই নিশ্চিত ধারণা পেয়েছে। 

সরল যুক্তিতেই বোধগম্য ছিলো, ধরা তারা খাবেই। খেলোও। উপর্যুপরিভাবে। 

খ্রিষ্টধর্মমতে, পৃথিবী ধ্বংসের আগে যিশু আকাশ থেকে নেমে আসবেন (এটাকে বলা হয় সেকেন্ড কামিং), তারপর তিনি মোমিন খ্রিষ্টানদের আকাশে তথা স্বর্গে তুলে নিয়ে যাবেন (এটাকে বলা হয় র‍্যাপচার)। বুদ্ধিবৃত্তি কতোটা স্থুল হলে লোকে এসবে বিশ্বাস করতে পারে, ভাবতেও কষ্ট হয়।  

তো যে-কারণে এই ভূমিকার অবতারণা: ২১ মে'র আগে বদের বদ নাস্তিকেরা সম্ভাব্য এই র‍্যাপচারকে যে কতোভাবে পচিয়েছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া! কয়েকটি নিদর্শন: 

যিশু স্বর্গে তুলে নিচ্ছেন মোমিন খ্রিষ্টানদের: 


র‍্যাপচারের অব্যবহিত পরে: 


র‍্যাপচারের অনুকরণ: 


২১ মে'র আবাহাওয়ার পূর্বাভাস: 


আরও একটি পূর্বাভাস:


স্বর্গগামীদের উদ্দেশে আবেদন: 


এবং একটি অতি মজাদার ভিডিও। স্বর্গগামীদের উদ্দেশে উপদেশ:


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন