আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ২৫ জুন, ২০১১

নূরানী অন্ধকারে যাদের বাস


কানাডার টরন্টোয় এক মসজিদে শরিয়া আইন অনুযায়ী চোরের হাত কেটে নেয়া, পরপুরুষ- বা পরনারীগমনের ('ব্যভিচার' শব্দটি আমার কাছে কুৎসিত ঠেকে) কারণে নারীকে পাথর ছুঁড়ে হত্যার সপক্ষে কথা বলা হয়েছে।

বুঝি না, এরা কেন যে সেই দেশগুলোয় যায় না, যেখানে তারা আপন মনের মাধুরী মিশায়ে পাথর ছুঁড়িয়া মারিলে বা তস্করের হস্তদ্বয় শরীর থেকে অলাদা করে ফেললে সেটাকেই গণ্য করা হবে ন্যায়বিচার হিসেবে!

এ নিয়ে বারো মিনিট দীর্ঘ ভিডিও রিপোর্ট। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন