আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ২৯ জুলাই, ২০১১

যদি বিশ্বাস করো বন্ধু তুমি, অন্ধ করো চোখ


লিখেছেন আখতারুজ্জামান আজাদ

যদি বিশ্বাস করো বন্ধু তুমি,
অন্ধ করো চোখ;
খামচে ধরো কলজে আমার,
হিংস্র করো নোখ!
বন্ধ করো প্রশ্লাবলি,
বিশ্বাস করো অতল;
অবিশ্বাসীর জিভ কেটে দাও,
জলদি করো কতল!
পৈতা দিয়ে বেঁধে রাখো
শক্ত করে মন-দেহ;
রুদ্ধ করো জিজ্ঞাসাকে,
রুদ্ধ করো সন্দেহ!

যদি বিশ্বাস করো বন্ধু তুমি,
বন্ধ করো কান;
বন্ধ করো বাদ্যবাজন,
বিটোফেনের তান!
গানের পাখি ডাকলে তোমায়
প্রেমের ডাকে শিস দিয়ে;
জামাত বেঁধে ধরো তাকে,
হত্যা করো বিষ দিয়ে!
কতল করো গায়ক-বাদক,
কতল করো সুর তাদের;
তামাম জাহান কেবল তোমার,
নহে কাফের-মুরতাদের!

যদি বিশ্বাস করো বন্ধু তুমি,
নাও হে হাতে তরবারি;
অবিশ্বাসীর কল্লা কাটো,
জ্বালাও-পোড়াও ঘরবাড়ি!
সবই আছে ঐ পারেতে,
কিচ্ছু না এ জগত্‍টা;
বাকির পিছে ছুটতে থাকো,
দূরে ছোঁড়ো নগদটা!
হপ্তা শেষে দুহাত তুলে
মলমমাখা কান্নাতে,
শরাব-স্রাব হুর-গেলমান
সবই পাবে জান্নাতে!

যদি বিশ্বাস করো বন্ধু তুমি,
ঊর্ধ্বে তোলো হাত;
ভূতের পূজা, পুতের পূজা
চালাও দিবস-রাত!
সারা খোপের মুরগি খেয়ে
সাজো তুমি ভাম,
ভূতের মুখে শোনাও তুমি
রাধা-কেষ্ট-রাম!
ভূতের নামে ফেনা তোলো,
শোকর করো গুজারি;
জিহাদ-কিতাল-ক্রুসেড করো
পাদরি-ইমাম-পূজারী!

তোমার আছে পাদরি-পোপ আর
পির-পুরোহিত-নবি,
আমার নাহয় থাকুক কেবল
কবিতা আর কবি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন