আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১ জুলাই, ২০১১

অনার সুইসাইড


ধর্মকারীতে একটি কৌতুক প্রকাশিত হয়েছিল:
- হারাম কিছু খেয়ে ফেললে মুসলমানের কী করা উচিত?
- অনার সুইসাইড।


ভারি অবাক হয়ে জানলাম, "অনার সুইসাইড"-এর ধারণাটি একেবারে অবাস্তব নয়! তুরস্কে "অনার কিলিং" সরকারীভাবে নিষিদ্ধ। কিন্তু মুসলিমদের অনার-হানি তো কমছে না তাতে! আর পরিবারে কলঙ্ক আনে কারা? অবশ্যই নারীরা। পরিবারের কলঙ্ক মুছে দিতে পারে কেবলমাত্র "কলঙ্কিনী"-র রক্ত! আর তাই থেমে নেই অনার কিলিং। অতি ধুরন্ধরেরার বিকল্পও বের করেছে: "কলঙ্কিনীদের" আত্মহত্যা করতে বাধ্য করা হয়।

এখন দেখা যাক, পরিবারের জন্য কলঙ্কজনক ঘটনা কী কী হতে পারে? অবিবাহিতা মেয়ের পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, স্বামীর প্রতি অবাধ্য হওয়া, বিবাহবিচ্ছেদ দাবি করা, ধর্ষিতা হওয়া (হ্যাঁ, ঠিকই পড়েছেন), রাস্তায় পরিবারবহির্ভুত কোনও পুরুষের সঙ্গে কথা বলা বা এমনকি সিনেমা দেখতে যাওয়া। 

রাশা টুডে চ্যানেলের চার মিনিটের ভিডিও-রিপোর্ট। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন