এমন ভিডিও খুঁজে-পেতে পাঠাতে পারেন শয়তানের চ্যালা ছাড়া আর কে! 
প্রথম ভিডিওতে মজা শুরু হয় পঞ্চাশ সেকেন্ড পর থেকে।
মানুষকে খুশিতে থাকতে দেখলে মনটা আসলেই ভরে ওঠে। মানুষ নির্মল আনন্দ করবে, গান গাইবে, নাচবে, সেই দৃশ্য সব সময়ই মধুর। কিন্তু সেখানেও যদি থাকে ধর্মের অযৌক্তিক, অনাহুত ও বেমানান উপস্থিতি, যদি ধর্ম সেখানেও গলায় তার নোংরা নাক, তা কখনও শোভন হয় না।
বস্তুত এই উদ্দাম নাচে আমি কোনও অশালীনতা দেখিনি। অশালীনতা শুধু তার মাথার হিজাবে। ওটি না থাকলে এই ভিডিওটি হয়ে পড়তো স্রেফ সাধারণ একটি ভিডিও। আমার কেন জানি ধারণা, এই মেয়েটিকে হিজাব পরতে বাধ্য করা হয়। বেছে নেয়ার স্বাধীনতা তাকে দেয়া হলে সে ছুঁড়ে ফেলে দিতো এই হিজাব।
আবার এ-ও জানি, আমার ধারণা ভুল হবার সম্ভাবনাও যথেষ্ট। হয়তো নিজেই সে বেছে নিয়েছে হিজাবী পথ। সেক্ষেত্রে এই নাচ কিন্তু বিশেষভাবে বেশরিয়তী 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন