আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

কুফরী কিতাব: অলৌকিক নয় লৌকিক (প্রথম খণ্ড)


বাংলা ভাষায় মুক্তচিন্তাচর্চায় এই বইটিকে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অপবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামে এই বইয়ের নাম আসে বারবার। বইটির নাম: "অলৌকিক নয় লৌকিক" । রচয়িতা - প্রবীর ঘোষ। আপাতত প্রথম খণ্ড নিয়েই খুশি থাকতে হচ্ছে। দ্বিতীয় খণ্ডের নাগাল পাইনি এখনও। 


ডাউনলোড লিংক (১০.৬ মেগাবাইট)
(লিংকের পাতায় গিয়ে ওপরে বামদিকে নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন)
ফরম্যাট: djvu 

ফরম্যাটের নাম অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। সংক্ষেপে বলা যায়, এটি পিডিএফ-এর বিকল্প হিসেবে এসেছে। পিডিএফ-এর চেয়ে দ্রুততর এবং কম ওজনদার। 

এই ফরম্যাটের ডকুমেন্ট পড়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের সংখ্যা নেটে অগণ্য। এবং, আমার ধারণা, সবগুলোই ফ্রি। আমি নিজে পাঁচ বছর ধরে ব্যবহার করছি WinDjView-এর পুরনো এক ভার্শন। এই সাইট থেকে সর্বশেষ ভার্শন (পাঁচ মেগাবাইট) নামিয়ে নিয়ে ইনস্টল করতে পারেন, আবার আমার ব্যবহৃত মাত্র আধা মেগাবাইটের ভার্শন (এটির বয়স কমপক্ষে ৫, বাতায়ন সপ্তমীতে অর্থাৎ উইন্ডোজ ৭-এও দিব্যি চলছে) দিয়েও কাজ চালানো যেতে পারে। শেষেরটির একটি বিশেষ সুবিধে হলো, একে ইনস্টল করতে হয় না। নামিয়ে নিয়ে ক্লিক করে চালু করুন, তারপর File > Settings > Assosiate. ব্যস, এর পর থেকে djvu ফরম্যাটের যে কোনও ডকুমেন্টে ক্লিক করলেই WinDjView চালু হয়ে যাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন