কতো যে উৎকট, পাশবিক, ভয়াবহ, বিপজ্জনক বা হাস্যোদ্রেককারী রিচ্যুয়ালের প্রচলন আছে ধর্মবিশ্বাসীদের বিশ্বে! যারা ওসব পালন করে, তাদের মানসিক সুস্থতা প্রশ্নবিদ্ধ হতেই পারে। প্রবল ধর্মবিশ্বাস স্পষ্টতই মানুষকে নির্ঘিলু বানিয়ে ফেলে বা অকেজো করে ফেলে মগজকে।
এইসব রকমারি রিচ্যুয়াল নিয়ে একটি সিরিজ শুরু করছেন মালা আলম।
শিশুনিক্ষেপ
প্রার্থনাকারী: বাবা, এইবার একটা পোলা মাইয়া কিছু দাও বাবা। বহুৎ দিন ধইরা ট্রাই করতাছি, খালি টার্গেট মিস হইতাছে। প্রমিস করতাছি, ছাওয়াল হইলেই তোমার দরগার চাঙ্গের থেইকা নীচে ফালাইয়া ক্যাচ প্র্যাকটিস করামু।
বিদেশী: "What what?? উহারা কী বলিটেসে?"
বিশ্বাসী: আরে সাহেব, বোঝলা না, কইতাসে বাচ্চা হইলে মাজারের ছাদের থেইকা নিচে ফালাইয়া দিবো।
বিদেশী: "My goodness! Why? উহারা কেন এ রকম করিবে? উহারা কি baby চায় না?"
বিশ্বাসী: আরে তা না, বাচ্চা তো চায়ই, বাচ্চা হওনের লাইগাই তো দোয়া চাইতাসে।
বিদেশী: "তাহলে বাচ্চাকে ফেলিয়া ডিবে কেনো?"
বিশ্বাসী: আরে তাইলে বাচ্চার ছোয়াব হইবো। আরে কী যেনো, Luck; Luck বাড়বো আরকি!
বিদেশী: "উপর হইতে পড়িলে কীভাবে luck বাড়িবে?"
বিশ্বাসী: আরে মর জ্বালা, উপর থ্যাইকা পইড়া না মরলেই তো lucky, তাই না?
বিদেশী: "বুঝিলাম না, I cannot understand. How can you throw a baby from 50 feet high!! It is so dangerous!!"
বিশ্বাসী: অই মিয়া, তোমার এত কথায় কাম কী? এইখানে হিন্দু, মুসলিম হক্কলে এই কাম করে। দেখতাসো না, কত ভিড়? নাইলে এই দরগাহর কি এত উন্নতি হয়? এইখানে আইতে হইলে পূর্ণ বিশ্বাস নিয়া আসবা, ঘিলু বেশি ঘাঁটাইবা না। আর এইখানে যারা ক্যাচ প্র্যাকটিস করে, হুজুরের দোয়ায় তারা মাশাল্লাহ, গোলকীপার, নাইলে ক্রিকেটের ফিল্ডার হওনের লাইগা রেডি!!
বিদেশী: "I cannot believe this!!!"
বিশ্বাসী: ওই মিয়া, বিশ্বাস না হইলে এই লিঙ্কে যাইয়া দেখ। কোই থ্যাইকা যে এসব পাবলিক জুটে? যত্তসব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন