সংবাদের নাগাল দিয়েছেন শয়তানের চ্যালা।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদর গ্রামে মসজিদে শব-ই-ক্বদরের নামাজ পড়া পড়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম এখলাছুর রহমান (৪০); আহতরা হলেন শাশীম (৪৫) ও শামছুল আলম (৪৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১১টায় ওই গ্রামের মসজিদে শব-ই-ক্বদরের নামাজ পড়া নিয়ে এখলাছুর রহমান ও প্রতিপক্ষ মালেকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা দু’পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে আহত এখলাছুর রহমান, শাশীম ও শামছুল আলমকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এখলাছ ও শাশীমের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান এখলাছুর রহমান।
সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন