সময়াভাবে যে-বিষয়গুলো নিয়ে পোস্ট দেয়া হয়ে ওঠে না...
১.
৯/১১ নিয়ে সম্প্রতি বানানো ডকুমেন্টারি: Forever Changed: 9/11 in Remembrance.
আরও একটি: INSIDE 9/11 : ZERO HOUR. অসংখ্য ফুটেজসহ।
এবং আরও একটি: Inside The Twin Towers.
২.
ভারতের মধ্য প্রদেশে গণেশ উৎসবের সময় হিন্দু-মুসলিম দাঙ্গায় দু'জন নিহত ও অসংখ্য লোক আহত। একদিকে শান্তির ধর্ম, আরেকদিকে ওম শান্তির ধর্ম! চমৎকার!
৩.
পাকিস্তানী নাস্তিক ও অজ্ঞেয়বাদীদের সাইট!
৪.
আরিজোনায় চার্চের মধ্যেই চলছিল গণিকালয়। পুলিশ বলছে, চার্চের আশ্রয়ে, ধর্মের আড়ালে, ধর্মীয় আচরণের স্বাধীনতার সুযোগ নিয়ে দেহব্যবসা চালিয়ে হাজার হাজার ডলার আয় করছিল এরা প্রতিমাসে। আগে জানতাম, চার্চে চলে ধর্মব্যবসা, এখন দেখছি শরীরব্যবসাও দিব্যি চলে! তাও আবার আরিজোনায়, যেটা আমেরিকার সবচেয়ে গোঁড়া ধর্মীয় রাজ্যগুলোর অন্যতম।
(স-ভূমিকা লিংক পাঠিয়েছেন কৌস্তুভ)
৫.
কিছুদিন আগে পড়েছিলাম, টনি ব্লেয়ার ইসলামকে "সুন্দরের ধর্ম" বলেছিলেন। আরও জেনেছিলাম, তিনি কোরান পড়তে শুরু করেছিলেন। আমার ধারণা, তাঁর সেই ধারণা ছিলো কোরানপাঠপূর্ব। মনে হচ্ছে, এর মধ্যে কোরান পড়ে শেষ করতে পেরেছেন। আর তাই তাঁকে বলতে শোনা গেল, মুসলিমদের ধর্ম দর্শনের মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে।
৬.
গোঁড়া ইহুদি মোল্লা সমকামিতা "সমস্যার" বৈপ্লবিক সমাধান উদ্ভাবন করেছে। শালা সমকামী পুরুষের সঙ্গে সমকামী নারীর বিয়ে দিয়ে দিচ্ছে!
৭.
নির্দোষ জলকেলিও ইরানে দোষণীয়। জলপিস্তলধারী "অপরাধী" গ্রেপ্তারও হয় সেদেশে!
৮.
আমেরিকার বাইবেল বেল্টে (গোঁড়া খ্রিষ্টান অধ্যুষিত এলাকা) অবস্থিত আরক্যানসা (arkansas) প্রদেশের মূলধারার পত্রিকায় নাস্তিকদের নিয়ে প্রচ্ছদকাহিনী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন