জীবনের সহজাত যৌনাকাঙ্ক্ষাপ্রসূত তৃপ্তিগুলোর ক্ষেত্রে ধর্মগুলো নিষেধাজ্ঞা জারি করে রেখেছে - বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া। আর সেই নিষেধাজ্ঞাও ভয়াবহ। অমান্য করলেই পাপের ভয়, নরকের ভয়। অথচ যৌনঅবদমন স্পষ্টতই শরীর ও মনের জন্য হানিকর, ধর্মগুলো তা বোঝে না।
CultOfDusty তাঁর সাম্প্রতিকতম ভিডিওতে বলছেন আত্মরতি বিষয়ে খ্রিষ্টধর্ম তথা ধর্মগুলোর অনাবশ্যক এবং ক্ষতিকারক বাতিকগ্রস্ততা নিয়ে। তিনি এতে তুখোড়তম ফর্মে। চরম হেসেছি আমি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন