৯৪.
একদা এক হুজুর আমাকে কোরআন পড়াতেন। আমি খুব গান শুনতাম। তাই তিনি একদিন বললেন যে গান শুনলে আল্লাহ নারাজ হন। গান শুনা অনেক বড় গুনাহ। যদি কেও গান শুনে তবে সে দোযখে গেলে আল্লাহ তার কানে উত্তপ্ত সীসা ঢেলে দিবেন। এর পর থেকে আমি ছেড়ে দিলাম। কী ছেড়ে দিলাম? আমি হুজুরের কাছে পড়া ছেড়ে দিলাম।
(পাঠিয়েছেন আবুল বকরি)
৯৫.
এক বৌদ্ধ ভিক্ষু গাড়িয়ে চালিয়ে যাবার সময় এক কুকুর চাপা পড়লো তার গাড়ির তলায়। সে বের হয়ে এসে কুকুরের মালিককে খুঁজতে লাগলো। এক খ্রিষ্টান ধর্মযাজককে কুকুরের দিকে ছুটে আসতে দেখে সে বুঝে গেল, এই ব্যক্তিই কুকুরের মালিক। দু'হাত জোড় করে ক্ষমা চাইবার ভঙ্গিতে ভিক্ষু বললো খ্রিষ্টান ধর্মযাজককে:
- আমি দুঃখিত। তোমার dogma-কে আমার karma-র নিচে চাপা পড়েছে।
৯৬.
মদ্যপানরত এক মুসলিমকে তার বন্ধু জিজ্ঞেস করলো:
- তুমি মদ খাচ্ছো! ইসলামে মদ্যপান হারাম না?
- তা বটে! - বললো মুসলিম। - তবে আমাদের ধর্মে বলা আছে, এক ফোঁটা মদও নিষিদ্ধ। তবে আমি তো এক ফোঁটা মদ খাই না; আমার লাগে ৮-১০ পেগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন