আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ২৫ মার্চ, ২০১২

যিশুর অলৌকিক জলপাত

ঝাড়-ফুঁক, তন্ত্র-মন্ত্র, প্রার্থনা, রিচুয়াল – সব ভুয়া! এবং একইভাবে ধর্মীয় গুরু, বাবা বা তান্ত্রিক গোছের সকলেই শঠ ও ভণ্ড। তবে তাদের দোর্দণ্ড প্রতাপ। বিশেষ করে ভারতে। কিছু ভোজবাজি দেখিয়ে বিশ্বাসোন্মুখ জনগণের চোখে তারা অতীন্দ্রিয় শক্তির অধিকারী বনে যায়। 

এদের জারিজুরি ফাঁস করে দিতে যে ব্যক্তিটি নিরলরস, তাঁর নাম Sanal Edamaruku - ভারতের Rationalist International-এর প্রতিষ্ঠাতা-সভাপতি। Indian Rationalist Association-এর সভাপতিও তিনি। সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনার জন্ম তিনি দিয়েছিলেন ২০০৮ সালে। লাইভ টিভি শোতে এক তান্ত্রিককে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। চুক্তি হয়েছিল, তন্ত্র-মন্ত্রের জোরে তন্ত্র-গুরু Sanal Edamaruku-কে মেরে ফেলবেন। ফলাফল কী, তা তো সহজেই অনুমেয়। ব্যর্থ হয়ে তান্ত্রিক ঘোষণা দিয়েছিলেন, কোনও অতীব ক্ষমতাধর ভগবান Sanal Edamaruku-এর নিরাপত্তা বিধান করছে  

এবারে ভারতের কোন এক ক্যাথলিক চার্চের যিশুর মূর্তি থেকে টপটপ করে পানি পড়ার 'অলৌকিক' ঘটনার রহস্যভেদ করলেন তিনি। ভিডিওটা হিন্দিতে, যে-ভাষা আমি খুবই কম বুঝি। তারপরেও ঘটনা বুঝতে বেগ পেতে হয়নি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন