লিখেছেন কবীর উদ্দীন
৫১.
আপনারে বড় বলে বড় সে-ই হয়
নমুনা স্বরূপ আছে খোদা দয়াময়।
৫২.
আল্লার ঘর ভাঙ্গিয়া দিল রে মরার বিজ্ঞানে।
ঘরছাড়া তারে করিল রে হায় মরার বিজ্ঞানে।
আসমানি ঘর হারাইয়া খোদা থাকবে কোনখানে?
৫৩.
যদি সুন্দর একখান বোরাক পাইতাম
নবীজির রওজা মোবারক ঘুরিয়া আসিতাম।
৫৪.
মুখোমুখি হতে সৃষ্টির কেন স্রষ্টার এতো ভয়
স্রষ্টা রয়েছে - এ কথা কি তবে সত্য মোটেই নয়?
৫৫.
বরের বয়েস একান্ন,
আর কনের বয়েস ছয়।
আল্লা দয়াময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন