আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৪ মে, ২০১২

কিঞ্চিৎ চিন্তা

লিখেছেন Well Wisher 

১. 
এই কিউট প্রাণীটিকে দেখতে পাচ্ছেন? এদের নাম গোল্ডেন মোল। এরা কিন্তু চোখ থাকিতেও অন্ধ। এদের আদি পুরুষের কিন্তু চোখ ছিল, কিন্তু বিবর্তনের কারণে ধীরে ধীরে এদের চোখ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আর তার ওপর চামড়া আর পশম গজিয়েছে।


সৃষ্টিকর্তা বলে যদি কেউ থেকে থাকেন, তবে তিনি কি শখ করে এই চোখ বানিয়ে তার উপর লোম আর চামড়া গজিয়েছিলেন? সেক্ষেত্রে বলতে হয় যে, তিনি খুবই রসিক ও বাজে ডিজাইনার। এটাকে ইনটেলিজেন্ট ডিজাইন বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

এই প্রাণীটি সম্পর্কে আরও তথ্য।  

২. 
কুরআন ও হাদিস নানা রকম আকাশকুসুম দাবি করেছে, যার ফলে বেশ কিছু প্যারাডক্স সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটি হল যে, বেহেশতে নাকি যা চাওয়া হবে, তা-ই পাওয়া যাবে। আচ্ছা, ধরা যাক, বেহেশতে কোনো মুসলমান খায়েশ প্রকাশ করলো যে, সে হযরত মুহাম্মাদ (সাঃ)-এর সাথে সমকামী সেক্স করতে চায় (তেমন ইচ্ছে তো হতেই পারে! ইচ্ছের কোনো লাগাম আছে নাকি!), তখন কী হবে? আল্লাহ্‌ তার এই প্রার্থনা মঞ্জুর করতে বাধ্য, কিন্তু অন্যদিকে এটা সংঘটিত হলে তাতে নবীজির শানের খিলাফ হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহ্‌ কী করবেন? আচ্ছা, এতো এক্সট্রিমে না হয় গেলাম না। ধরে নিলাম যে, বেহেশতে নবীজির বাড়ি বেড়াতে গিয়ে এক মুমিনের নজরে পড়লো নবীজির স্ত্রী আয়েশা অথবা খাদিজা এবং সে তাকে কামনা করে নিজের জন্যে চেয়ে বসলো। তখন আল্লাহ্‌ কী করবেন? আল্লাহ্‌ কি তাকে একটা ক্লোন তৈরি করে দেবেন? কিন্তু সে ডুপ্লিকেট নেবে না। সে আসলকেই চায়। যে-আয়েশা মুহাম্মাদের সাথে মদিনাতে বাস করতো, তাকেই। তখন? 

মুহাম্মাদ বেহেশত সম্পর্কে ইচ্ছামতন বাড়িয়ে বাড়িয়ে বলার সময় হয়তো এই বিষয়গুলি ভেবে দেখেনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন