আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১৩ জুন, ২০১২

ধর্মাতুল কৌতুকিম – ৪২

১১৭.
ক্রুশবিদ্ধ যিশুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো এক বালিকা। যিশু তাকে ডেকে বললো: 
- প্লিজ, আমাকে মুক্ত করো। 
একটা মই নিয়ে এসে বালিকাটি যিশুর দুই হাতের পেরেক খুলে ফেললো। 
- পায়েরটা খুলবে কে! - হুমড়ি খেয়ে পড়তে পড়তে চিৎকার করে বললো যিশু। 

১১৮.
পুনর্জন্মের পর যিশুকে বলা হলো তার পুরনো ম্যাজিক দেখাতে। কিন্তু পানির ওপর দিয়ে হাঁটতে গিয়ে ডুবে গেল সে। তারপর পাড়ে উঠে এসে বললো:
- পায়ে আগে ফুটো ছিলো না তো!

১১৯.
তিনজন ড্রাগাসক্ত বসে আছে। একজন ঝিমুচ্ছে, বাকি দু'জন কথা বলছে। 
- আল্লা আমারে এই দুনিয়ায় পাঠাইসে তোদের হেদায়েত করার জন্যে। 
- জ্বী, না! আল্লা আমারে এই দুনিয়ায় পাঠাইসে তোদের হেদায়েত করার জন্যে।
ঝিম থেকে উঠে তৃতীয়জন বললো:
- চুপ কর তোরা! আমি কাউরে কোথাও পাঠাই নাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন