লেডি গাগার ইন্দোনেশিয়ার কনসার্ট বাতিল হয়ে গেছে, এই খবর অনেকেরই জানা। ছহীহ ইছলামী দেশে লেডি গাগার বেশরিয়তী নাচ-গান হালাল হিসেবে গৃহীত হবে না, সে তো পূর্বানুমেয়।
এখন চলুন, ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রচলিত ও অত্যন্ত জনপ্রিয় একটি সঙ্গীত-জানরা (genre) সম্পর্কে কিঞ্চিৎ ধারণা নেয়া যাক। ইন্দোনেশীয় এই সঙ্গীতধারাটির নাম Dangdut. বিবিসি-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, টেকনো এবং বলিউডি ধাঁচের মিশ্রণ থেকে জন্ম নিলেও তা শতভাগ ইন্দোনেশীয়। এর শ্রোতা ও দর্শক আবালবৃদ্ধবনিতা।
Dangdut-গায়িকাদের হ্রস্ব পোশাক ও দেহভঙ্গি দেখে প্রশ্ন জাগে, ইছলামী সমাজ এটা অনুমোদন করলে (এমন কনসার্টে শিশুদের উপস্থিতি বিষয়েও কোনও নিষেধাজ্ঞা নেই) লেডি গাগা হারাম কেন?
নাচে-গানে ভরপুর তিনটি ছোট্ট ভিডিও দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন