আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

ভিডিও লিংকিন পার্ক - ০৮

১. 
কিছু দিন আগে ধর্মকারীতে "Inherit the Wind" ছবিটির একটি বিশেষ মুহূর্তের ভিডিও ক্লিপ What is Holy? পোস্টানো হয়েছিল। ১৯৬০ সালে নির্মিত এ অসাধারণ ছবিটি ১৯২৫ সালের সত্য ঘটনা “Scopes Monkey Trial” এর প্রেক্ষাপটে নির্মিত। বিজ্ঞানের ক্লাসে "বিবর্তনবাদ তত্ব" পড়ানোর দায়ে খোদ আমেরিকার টেনেসি স্টেটের এক স্কুল শিক্ষককে ধর্মান্ধরা আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিভাবে নাজেহাল করেছিল, তারই চিত্ররূপ। যুগে যুগে ধর্মান্ধরা বিজ্ঞানের অগ্রগতি ও মুক্ত-বুদ্ধির মানুষদের (কোপারনিকাস, ব্রুনো, গালিলিও, ডারউইন ও নাম না জানা হাজার ও মানুষ) কণ্ঠরোধ করে "ধর্মীয় কুসংস্কার ও অন্ধত্বকে" জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছে! এখনো তা অব্যাহত। অসাধারণ এ ছবিটি দেখা যাবে এখানে। 
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৬ মিনিট 
(স-ভূমিকা লিংক: গোলাপ

২. 
ঈশ্বরের কাছে পত্র। অনেক ভার্শনের একটি। খুবই যুক্তিনিষ্ঠ ও নির্মোহ।
দৈর্ঘ্য: ২.৩৫ মিনিট

৩.
ঠিক ধর্মসংক্রান্ত ভিডিও নয়, তবে নিরাময়াতীত নৈরাশ্যবাদবিলাসীরা তাদের হতাশা হয়তো একটু কাটিয়ে উঠতে পারবে এই ভিডিও দেখে। ভিডিওর নাম: The Future is Ours.
দৈর্ঘ্য: ২.১৫ মিনিট

৪.
বিশ্বাসনির্ভর চিকিৎসাপদ্ধতি (faith healing) পৃথিবীজুড়েই একটা বিরাট ব্যবসা। তবে আমেরিকায় এই ব্যবসার সাফল্য অবিশ্বাস্যরকমের লাভজনক। বিশ্বাসোন্মুখ মানুষের দুর্বলতাকে পুঁজি করে ধর্ম নামের ভণ্ডামি মুনাফালাভের যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। প্রার্থনার মাধ্যমে রোগনিরাময় কেন, একটি যৌনকেশ উৎপাটনও সম্ভব নয় কোনওভাবেই, এই সরল সত্যটি অবোধ বিশ্বাসীদের মস্তিষ্কে কে ঢোকাবে? বিশ্বাসনির্ভর চিকিৎসাপদ্ধতির একটি বিজ্ঞাপন দেখুন।
দৈর্ঘ্য: ১.৩ মিনিট

৫. 
মানুষের চিন্তাশক্তির উদ্ভবের ঊষালগ্ন থেকেই সে নিজেকে প্রশ্ন করেছে, "কোথা থেকে সে এসেছে?" ধর্মগ্রন্থের বানোয়াট গল্পগুলো আজ হাস্যরসের খোরাক। আজ আমরা সে প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি। জীবন ও জগৎ একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত। বিবিসি-র তৈরি ডকুমেন্টারির নাম: How Did We Get Here? (সাবটাইটেলসহ দেখতে প্লেয়ারের cc বাটনে ক্লিক করুন)
দৈর্ঘ্য: ৫৬.১৭ মিনিট
(স-ভূমিকা লিংক: গোলাপ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন