কোনও বিবাহিত মমিন যদি আরেক জেনানার সঙ্গে শাদী মোবারকে আবদ্ধ হবার বাসনা পোষণ করে, তাহলে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে কি? না, নেই। সে এই বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করে তার সম্মতি প্রত্যাশা করতে পারে বড়ো জোর, তার মন জোগাতে তাকে কিনে দিতে পারে কিছু উপহারদ্রব্য, কিন্তু তবু যদি প্রথমা স্ত্রী মমিনের বাসনা অনুমোদন না করে, তাতেও সমস্যা নেই। কারণ মমিনের পূর্ণ অধিকার রয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্ত্রীকে ঘরে আনার।
কোরানেই আছে, স্ত্রী হচ্ছে পুরুষের শস্যক্ষেত্র। তাই নতুন জমি কেনার আগে পুরনো জমির সম্মতি নেবার মতো অবান্তর চিন্তা কেন যে কারো মাথায় আসে!
কোরানেই আছে, স্ত্রী হচ্ছে পুরুষের শস্যক্ষেত্র। তাই নতুন জমি কেনার আগে পুরনো জমির সম্মতি নেবার মতো অবান্তর চিন্তা কেন যে কারো মাথায় আসে!
দু'মিনিটের ভিডিও দেখে মমিনেরা বলুন, সুবহানাল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন