ফরাসী স্যাটায়ারভিত্তিক পত্রিকা Charlie Hebdo-তে প্রকাশিত নবীজি বিষয়ক কার্টুনগুলো আমাকে হতাশ করেছে। আমার কাছে ঠিক মানসম্পন্ন মনে হয়নি সেসব। তবু প্রকাশ করছি পাঠকদের কৌতূহলের কথা ভেবে। সর্বমোট বারোখানা কার্টুন।
ক্যাপশন: মুহম্মদকে অপমান করো বন্ধ করুন।
সংলাপ: 'আমি ইহুদি।'
ক্যাপশন: মুহম্মদ মুসলিম তরুণদের বেকারত্ব হ্রাস করলেন।
চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র সমালোচক
অনুবাদ করে পাঠিয়েছেন দিগম্বর পয়গম্বর
ক্যাপশন: মুহম্মদ বিষয়ক বিতর্কিত চলচ্চিত্র সম্পর্কে।
সংলাপ: 'আপনি নিশ্চিত যে, মুহম্মদ শূকরমস্তিষ্কের সঙ্গে যৌনসঙ্গম করেছেন?'
'নয় বছর বয়সী বারবনিতা কেনার পয়সা আমার নেই।'
ক্যাপশন: সালাফিদের বুদ্ধিহীনতা: কোনও একটা ছুতো পেলেই হলো।
সংলাপ: 'আমাদের নবীকে আবার অপমানজনকভাবে উপস্থাপন করো হয়েছে।'
ক্যাপশন: ইনোসেন্স অভ মুসলিমস
সংলাপ: 'আমার এই নতুন আইফোনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ওরা নবীকে অপমান করেছে।'
ক্যাপশন: ইসলাম বিষয়ে একটি চলচ্চিত্র উগ্রপন্থীদেরকে ক্রোধান্বিত করেছে।
সংলাপ: 'আমাদেরকে একটা বুদ্ধিদীপ্ত ছবি দেখান, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দেবো।'
আরবীয় দেশগুলোয় দাঙ্গা... জনাবা মুহম্মদের ছবি প্রকাশিত হবার পর।
ক্যাপশন: তরুণদের সমস্যা। সিগারেট খায় না, মদ্যপান করে না, ড্রাগ নেয় না, সেক্স করে না।
সংলাপ: 'আমার পুত্র একজন সালাফি।'
ক্যাপশন: মুহম্মদকে চিত্রায়িত করা এক চলচ্চিত্রের কারণে আরব জাহান ক্রোধোন্মত্ত।
সংলাপ: 'না, এটা রাত আটটার সংবাদ।'
ক্যাপশন: মুসলিম জাহানে দাঙ্গা - ওবামার নির্বাচনী প্রচারের ক্ষেত্রে হুমকি?
সংলাপ: 'হ্যাঁ, আমরা পোড়াই।'
মুহম্মদ: এক তারকার জন্ম।












কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন