আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৩ অক্টোবর, ২০১২

মোহাম্মদ ও জাকির নায়েকের কথোপকথন

লিখেছেন সাব্বির শওকত শাও

জাকির: কেমন আছেন, হে পেয়ারা নবী। আপনাকে এত ভালবাসি দেখে আজ স্বপ্নে আপনার দেখা পেলাম। 

মোহাম্মদ: তুমি তো জান, জাকির, গে টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। পোলা হইয়া তুমি আমাকে ভালবাসতে পার না। 

জাকির: মাফ করবেন, হে নবী। আমার কথায় কষ্ট পাবেন না। 

মোহাম্মদ: তুমি চুপ থাক, ফাজিল এর ফাজিল! জিব্রাইল আমারে কইল, তুমি নাই পৃথিবীরে ঘুরাইতেছ তোমার কুরআনের ব্যাখ্যা দিয়া। তুমি কি হাদিস পড় নাই? দেখ নাই যে, আমি সূর্য ঘুরাইসি। পৃথিবী ঘুরানো আমার একদম পছন্দ না। 

জাকির: মাফ করবেন, হে নবী। কিন্তু এখন এভাবে বললে কেউ মানবে না। আপনার সময় ব্যাপার অন্যরকম ছিল। কিন্তু বিজ্ঞান এখন এটা আবিষ্কার করে ফেলছে যে, পৃথিবী ঘুরে। 

মোহাম্মদ: বিজ্ঞান!!! এটা আবার কে, যুদ্ধ ঘোষণা কর। এত বড় সাহস, আমার উপর কথা! হত্যা কর বিজ্ঞানকে, আর ওর স্ত্রী কন্যাদের দাসী বানাও। 

জাকির: হে নবী, বিজ্ঞান এখন অনেক উন্নত। কথাবার্তা ছাড়া আগের মত এখন আর যুদ্ধ ঘোষণা করা যায় না। তবে আমি আপনার অনুসারীদের আপনার পথে রাখতে চেষ্টার কমতি করতেছি না। peace tv বানাইসি, ইন্ডিয়াতে মুসলিম স্কুল বানাইছি। 

মোহাম্মদ: এর জন্যই তুমি আমার থেকে মাফ পেয়ে আসতেছ। নয়ত জিব্রাইল যখন তোমার কাণ্ডকারখানা দেখে আমাকে জানায়, তখন থাপ্পর দিয়া তোমার দাত মুবারক ফেলে দিতে ইচ্ছা করছিল। আচ্ছা যাক সে কথা। তোমার কাজ তুমি করে যাও। আমি দেখি আল্লার সাথে কথা বইলা তোমার জন্য দশ-পনেরটা বেশি হুরের ব্যবস্থা করা যায় কি না। 

জাকির: হে নবী, সবই আপনার দয়া। নবী, আপনি তো আপনার উম্মতদের দেখতেছেন। দিন দিন এরা নাস্তিকতার দিকে পা বাড়াচ্ছে। আপনার শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনি আল্লাহকে বলুন এখনই এদেরকে নিদর্শন দেখাতে তার সত্যতার। নয়ত আমার পক্ষে কন্ট্রোল করা টাফ হয়ে যাইতেছে। 

মোহাম্মদ: আমি আসলে বেশ কিছুদিন থেকে আমি দুবাই এর উপর থেকে চোখ সরাতে পারছি না।এভাবে বেলী ড্যান্স করলে কার চোখ সরে, তুমিই বল। কিন্তু তোমাকে কথা দিচ্ছি, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আল্লাহর সাথে। আসলে আমি অনেক জিনিসই আল্লাহর সাথে শেয়ার করি না। পরে যদি উনি আবার নবী পাঠায় তাহলে আমার ভাবটা তো কমে যাবে। আমি যেভাবে অন্যদের ভাত মারসি, আমার ভাতও তো মারবে। দেখ না, এর জন্যই তো বলে আসছি আমিই শেষ নবী। 

জাকির: হে নবী, আপনি মহাজ্ঞানী, আপনিই ভাব বুঝবেন। 

মোহাম্মদ: তুমি মাঝে মাঝে আবু বকরের মত কথা বল। এর জন্য তোমাকে আমার ভাল লাগে। তা তোমার কোনো ৬ বছরের বা তার কম বয়সী মেয়ে আছে নাকি? অবশ্য থাকলেও এখন আর লাভ নেই। সেই দিন কি আর আছে? আফসোস! 

(চলবে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন