আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

যতো দোষ, লক্ষ্মী ঘোষ

লিখেছেন নিলয় নীল

আপনি কি জানেন, পৃথিবীতে এই যে এতো দুঃখ-কষ্ট, তার কারণ কী? তার একমাত্র কারণ হল নারী। সমস্ত শান্তশিষ্ট নারী সমাজের প্রতিনিধি মা লক্ষ্মী নারীদের বেশ কিছু দোষকে পৃথিবীর সমস্ত কষ্টের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এই সমস্ত দোষ নিম্নরূপ:

১. নারীর উচ্চকণ্ঠে হাসাহাসি। 
২. লজ্জা বিসর্জন দিয়ে যার-তার সামনে যখন-তখন ঘর থেকে বাহির হওয়া। 
৩. সন্ধ্যার সময় নিদ্রা যাওয়া। 
৪. শ্বশুর-শাশুড়ির সেবা না করে নিজের ইচ্ছায় থাকা। 
৫. বাসায় অতিথি দেখলে কষ্ট পাওয়া। 
৬. স্বামীর খাওয়ার আগেই নিজে খাওয়া। 
৭. স্বামীর কথা না শুনে স্বামীকে অপমান করা। 
৮. রান্নাবান্না, ঘর কন্না ছেড়ে দেয়া। 
৯. পুরুষের পরিহাস করে সময় কাটানো। 
১০. সত্য না বলে সব সময় মিথ্যা বলা।

নিম্নে 'লক্ষ্মীর পাঁচালি' থেকে উল্লেখ করছি। 

লক্ষ্মীর পাঁচালিতে নারদ যখন পৃথিবীর কষ্টের কারণ জানতে চাইলেন,লক্ষ্মী দেবী বললেন:

উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগন
সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোস নয়ন
দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জ্জন
যেথায় সসেথায় তারা করেন গমন
শ্বশুর শ্বাশুড়িগণে না করে আদর
থাকিতে চাহেগো সদা হয় সতন্তর
অতিথি দেখিল তারা কষ্ট পায় মনে
স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে
পতিরে করিছে হেলা না শুনে বচন
ছাড়িয়াছে গৃহস্থালি ছেড়েছে রন্ধন
পুরুষের পরিহাসে সময় কাটায়
মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়
সতত তাহারা মোরে জ্বালাতন করে
চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন