১.
পথের দু'পাশে বরফ জমে আছে। গাড়ি চলছে সেই পথ ধরে। গাড়ির ভেতরে বাজছে প্রার্থনার রেকর্ড...
মোদ্দা কথা, আবারও প্রমাণিত: দোয়া-মোনাজাত-প্রার্থনায় কোনও কাজই হয় না।
(১.০৫ মিনিট)
২.
নভেম্বর-ডিসেম্বর মাসে ধর্মের কারণে ঘটা কিছু অপকর্মের সংক্ষিপ্ত খতিয়ান।
(৪.৪২ মিনিট)
৩.
ধর্মবিশ্বাসীদের অনুভূতি কেন যে আঘাত পেতে এতো উন্মুখ হয়ে থাকে! আলাস্কার কয়েকটি বাসের গায়ে একেবারেই নিরীহ চারটি নাস্তিক্যবাদী বাণী সম্বলিত বিজ্ঞাপনে তাদের অনুভূতি আহত (কেন যে নিহত নয়!) হয়েছে! অন্য একটি শহরে নাস্তিক্যবাদী কয়েকটি বিলবোর্ডের আক্রমণে বিশ্বাসীদের ধর্মানুভূতি আহত হয়ে কাতরাচ্ছে।
(২.১৯ মিনিট, ২.০১ মিনিট)
৪.
নাস্তিক্যবাদী বাণী সম্বলিত বিলবোর্ডের মাধ্যমে ধর্মানুভূতিকে আঘাত করার নৈতিক অধিকার নাস্তিকদের নেই, জানালো আমেরিকান ক্যাথলিক লিগের সভাপতি। তবে 'নাস্তিকেরা নরকে নিক্ষিপ্ত হবে', 'নাস্তিকেরা নরকের আগুনে পুড়বে' জাতীয় ছহীহ ধর্মীয় বিলবোর্ডগুলো তার চোখে নিশ্চয়ই নিরীহ।
(১.১৭)
৫.
নাস্তিক্যবাদী বাণী সম্বলিত বিলবোর্ডের মাধ্যমে ধর্মানুভূতিকে আঘাত করার নৈতিক অধিকার নাস্তিকদের নেই, জানালো আমেরিকান ক্যাথলিক লিগের সভাপতি। তবে 'নাস্তিকেরা নরকে নিক্ষিপ্ত হবে', 'নাস্তিকেরা নরকের আগুনে পুড়বে' জাতীয় ছহীহ ধর্মীয় বিলবোর্ডগুলো তার চোখে নিশ্চয়ই নিরীহ।
(১.১৭)
৫.
এক নাস্তিকের সঙ্গে দেখা হলো ঈশ্বরের। তাদের মজাদার কথোপকথন ও প্রশ্নোত্তরের কার্টুন-ভিডিও।
(৯.০১ মিনিট)
৬.
শয়তান/ইবলিস/লুসিফার সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য একটি ডকুমেন্টারি।
(৫২.২৮ মিনিট)
(৫২.২৮ মিনিট)
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন