আল কোরআন ৫৪:১
কেয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে।
আল্লাহ কত্তো বড় চাপাবাজ, দেখুন! ১৪০০ বছর আগে তিনি বলেছিলেন, কেয়ামত আসন্ন, অথচ এখন পর্যন্ত তার কোনো খবরই নেই। আর চন্দ্র তো কোনদিনই দ্বিখণ্ডিত হয়নি।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ২:৭৪
কিছু পাথর এমনও আছে যে, তা থেকে নদী-নালা প্রবাহিত হয় এবং কিছু এমন আছে যে, তা বিদীর্ণ হয় ও পরে তা থেকে পানি নির্গত হয়, আবার কিছু এমন আছে যা আল্লাহর ভয়ে খসে পড়ে।
অতএব আমরা জানতে পারলাম পাথর মোট ৩ প্রকার এবং এক প্রকার পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে! এই হচ্ছে আল-কুরানের ভূতত্ত্ব বিজ্ঞান!!
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিছে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ৫৪:১১
অতঃপর আমি খুলে দিলাম আসমানের দরজাসমূহ মূষলধারে বৃষ্টি বর্ষণের মাধ্যমে।
আসমানের দরজা খুলে গেলে মূষলধারে বৃষ্টি পড়ে। প্রিয় পাগলেরা শুনেছেন কখনো?
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ৮:৫০
আর যদি তুমি দেখতে পেতে যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেলে আঘাত করে এবং বলে 'আস্বাদন কর দহণ যন্ত্রনা'।
কোনো অমুসলিমের মৃত্যুকালে ফেরেশতারা তাদের মুখ ও পিঠে আঘাত করে- কেউ কি শুনেছেন এ আজগুবি হাস্যকর কাহিনী? না শুনে থাকলে অপেক্ষায় থাকুন।
এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন?
আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
আল কোরআন ৫:৬
তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা সেরে আস কিংবা স্ত্রী সহবাস কর, তারপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে- ঐ মাটি দিয়ে মুখমণ্ডল পরিস্কার করে নেবে।
হাত-মুখ ধুতে পানির কুরানিক বিকল্প মাটি। আল্লাহ নিশ্চয় জানতেন না যে, প্রতি ১ গ্রাম মাটিতে ১০ লক্ষ জীবাণু বসবাস করে!! সবজান্তা আল্লাহ একথাটা কেন জানতেন না??
এমন মজার চুটকি আলকুরান ছাড়া আর কৈ পাইবেন?
আলকুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন