হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
দেশে তো এখন ভয়াবহ শীত। কিন্তু আপনারা কখনও ভেবে দেখসেন, সারা বছর এক রকম টেম্পারেচার থাকে না ক্যান? ক্যান বছরের এক সময় শীতকাল, আরেক সময় গরমকাল আসে? না, আপনের বিজ্ঞান পড়া জ্ঞান এইখানে ফলাইতে আইসেন না। বিজ্ঞান ভুয়া জিনিস। শীত-গ্রীষ্মের প্রকৃত রহস্য ভেদ করসে ইসলামের মহাগ্যানী নবী।
একদিন দোজখের আগুন আল্যাফাকের কাছে অভিযোগ কইরা বললো, 'আমার বিভিন্ন অংশ পরস্পররে খাইয়া ফালাইতেসে।' শুইনা আল্যা তারে বছরে দুইবার শ্বাস-প্রশ্বাস নেওয়ার অনুমতি দিলো। গরমকালে সে নিঃশ্বাস ছাড়ে বইলা ফাটাইনা গরম পড়ে (দুনিয়ার সব জায়গায় এক সাথে গরম বা ঠাণ্ডা পড়ে না, এইটাও আল্যায় জানতো না), আর শীতকালে শ্বাস নেয় বইলা মাইনষের হাড় কাঁপতে থাকে শীতে।
Narated By Abu Huraira:
Allah's Apostle said, "The (Hell) Fire complained to its Lord saying, 'O my Lord! My different parts eat up each other.' So, He allowed it to take two breaths, one in the winter and the other in summer, and this is the reason for the severe heat and the bitter cold you find (in weather)."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন