লিখেছেন দাঁড়িপাল্লা
৪০.
যেহেতু মুমিন হইছেন সেহেতু মিথ্যা কইবেনই এবং সেইটা ধরাই দিলে আবার গালাগালিও করবেন। ব্যাপার নাহ...নবী ডাইরেক্ট কল্লা ফেলত...
৪১.
এদেশের মুসলমানরা বলিয়া থাকেন, তাহারা নাকি ইসলাম ধর্ম হইতে নৈতিকতার শিক্ষা লাভ করিয়া থাকেন। তাহাদের কথা মানিয়া লইয়া কেহ আমাকে একটু বুঝাইয়া বলেন:
- ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাট লুটপাট করা কী ধরনের নৈতিকতা?
- ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর করা কী ধরনের নৈতিকতা?
- ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়-সম্পত্তি দখল করা কী ধরনের নৈতিকতা?
- ভিন্ন ধর্মাবলম্বীদের দেশত্যাগে বাধ্য করা কী ধরনের নৈতিকতা?
- ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতারণার ফাঁদে ফেলিয়া বিবাহ করিয়া ধর্মান্তরিত করা কী ধরনের নৈতিকতা?
- ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বছরের পর বছর ধরিয়া এধরনের অত্যাচার-অপরাধের বিচার না হওয়া, প্রতিবাদ না করা কোন ধরনের নৈতিকতা?
- ধর্ম থেকে এ দেশের মানুষ আসলে ঠিক কী ধরনের নৈতিকতার শিক্ষালাভ করিয়াছেন বা করিয়া থাকেন, তাহার একটা ফর্দ কেহ দিতে পারিবেন?
৪২.
বোকো হারাম যা করছে, পুরটাই ইসলাম ধর্মের নামে। এসব যদি ইসলাম ধর্ম-বিরুদ্ধ হয় তাহলে মুমিনদের ধর্মানুভূতিতে আঘাত লাগছে না কেন? তারা এর প্রতিবাদ করছে না কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন