আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৯ মে, ২০১৪

ধর্মকর্মকাণ্ডকীর্তিকাহিনী - ০৪

(ধর্মকারী বরাবরই সিরিজময়। অতএব আরও একটি সিরিজের অবতারণা করা নিশ্চয়ই যায়েজ। 

'ইসলামী ইতরামি' ও 'লিংকিন পার্ক' সিরিজে ধর্মান্ধদের কাণ্ডকারখানা সংক্ষেপে বর্ণনা করে লিংক ধরিয়ে দেয়া হয়। তো একদিন নিলয় নীল প্রস্তাব দিলেন, তিনি নানান ধর্মের ধর্মগুরু ও মোমিনদের ঘটানো কিছু কিছু কীর্তি সবিস্তারে লিখতে আগ্রহী। তিনি এমনকি অতি নিয়মিত লেখা দেয়ার হুমকিও প্রদান করেছেন। তাঁর হুমকিতে ভীত ধর্মকারী মাঝেমধ্যে তার অলিখিত আইনের ('প্রথম পাতায় এক লেখকের একটির বেশি লেখা থাকবে না') ব্যত্যয় ঘটাতে সম্মত হয়েছে।

সিরিজের নামে পাঁচটি বিশেষ্যপদ ব্যবহার করা হলেও শব্দসংখ্যা আসলে ন'টি: ধর্ম, কর্ম, কাণ্ড, কীর্তি, কাহিনী, ধর্মকর্ম, কর্মকাণ্ড, কাণ্ডকীর্তি ও কীর্তিকাহিনী।

বিসমিল্যা বলে আল্যার নামে শুরু হলো যাত্রা।) 

লিখেছেন নিলয় নীল

দেবীকে খুশি করতে নিজের স্ত্রীকে বলি 

দেবীকে খুশি করতে নিজের স্ত্রীকে হত্যা করেছে এক নরপশু স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। ভারতের ছত্রিশগড়ের কবর্ধা জেলার জামুপানি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বলির এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


ছত্রিশগড়ের পুলিশের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ জানিয়েছে, বরকত গৌড় (৪৫) নামের এক কৃষক মানত পুরণ করতে নিজের দ্বিতীয় স্ত্রী বিরঝা বাই (৪০) হত্যা করে। কবর্ধা জেলা পুলিশ রোববার দুপুরে বরকত গৌড়কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে পাষণ্ড স্বামীর পূজার জন্য নির্ধারিত একটি ঘর থেকে বলিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানায়, পূজার ওই ঘরের দরজায় রক্তের দাগ রয়েছে।

বরকত গৌড়েরর বাবা সামরাথ গৌড় ও মা সুকলি বাই বলেছেন, বিরঝা বাই আমার ছেলের দ্বিতীয় স্ত্রী ছিল। তার ছোট দুটি মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী অসুখে মারা গেছেন। এই হত্যার জন্য আমরা লজ্জিত। আমরা এ হত্যার বিচার চায়।

সংবাদসূত্র ১, সংবাদসূত্র ২, সংবাদসূত্র ৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন