আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১১ মে, ২০১৪

দাঁড়িপাল্লার ঝাড়ি - ১২

লিখেছেন দাঁড়িপাল্লা

৩৭.
লাগানোর সময় বিছমিল্যা, বিয়ানোর সময় আযান, বিয়ার সময় কবুল, মরার সময় ইন্নাইলাইহি... তারপরও কইবেন, সব কিছুতে ধর্ম টাইনা আনি ক্যান?

৩৮.
প্রায় এক যুগ আগের গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গার বিচার হয়েছে। অভিযুক্তরা সাজা পেয়েছে। মোদির জড়িত থাকার কথা আদালতে অপ্রমাণিত হলেও স্টেট প্রধান হিসাবে সেই দাঙ্গার দায় মোদি এড়াইতে পারেন না। প্রতিটা বিবেকবান মানুষ, এবং অবশ্যই প্রতিটা মুসলমান আজীবন মোদিকে সেই দাঙ্গার জন্য দোষারোপ করে যাবে। বাংলাদেশে শেষ কবে "সাম্প্রদায়িক দাঙ্গা" হয়েছে, জানা নেই। তেমনি জানা নেই সংখ্যালঘু নির্যাতনই বা কবে থেকে শুরু হয়েছিল। ৭১-এ এ ধরনের কাজ যারা করেছে, তাদেরকে রাজাকার বলে গালি দিয়ে দায় খালাস করি। কিন্তু স্বাধীনতার পরেও প্রতিটা সরকারের ছত্রছায়ায় ক্ষণে ক্ষণে এ দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে। প্রতিটা মুসলমান মনে মনে এটাই চায়, এবং হলে খুশিও হয়। এ দায় কাউকে নিতে দেখলাম না, কাউকে দিতে দেখলাম না, এসব ঘটনারও তেমন কোনো দৃষ্টান্তমূলক বিচারও হয় না। ফলে এসবের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তারপরও এ দেশের মুসলমানরা মোদিকে কোন মুখে গালি দেয়, বুঝি না!

৩৯.
মহাভারতের সূত্রানুসারে ইতিহাসের প্রথম "থ্রিসাম"--মাদ্রী + অশ্বিনীদ্বয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন