আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

দাঁড়িপাল্লার ঝাড়ি - ২৫

লিখেছেন দাঁড়িপাল্লা ধমাধম

৭৩.
ছোটবেলা সেন্স অফ হিউমার বর্জিত কাউকে কিছু বললে যদি ক্ষেপে যেত তাহলে তাকে সেই কথা আরো বেশি বেশি বলে ক্ষেপানো হত। আস্তিকরা বড় হয়ে সেই শিক্ষাটাও ভুলে যায়।

৭৪.
প্রশ্ন ১. নাস্তিকরা আল্যার মনোনীত ধর্ম ইসলামের কোনো ক্ষতিসাধন করার ক্ষমতা রাখে? 

প্রশ্ন ২. আল্যায় যাকে মুসলমান বানিয়েছেন, খোদার উপর খোদকারি করে অন্য কেউ তাদের কাউরে নাস্তিক বানানোর ক্ষমতা রাখে? 

উপরের দুইটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বলতে হবে আল্যার চাইতে নাস্তিকদের ক্ষমতা বেশি। 

উত্তর না হইলে, নাস্তিকরা কী করলো না করলো, তা নিয়া হুদাই আস্তিকদের এত মাথাব্যথা কেন? 

হায়াত-মউত যেখানে আল্যার হাতে সেখানে শান্তির ধর্মের শান্তিপ্রিয় মুসলমানরা নাস্তিকদের কতল করতে এসে এভাবে ইসলামকে দুনিয়ায় জঙ্গীদের ধর্ম হিসাবে প্রমাণ করতে উঠে-পড়ে লাগে কেন?

ধরলাম, বেশিরভাগে কতল করতে আসে না, কিন্তু যে অল্পভাগে কতল করতে আসে, তাদের জন্য ইসলামের এত বদনাম হচ্ছে, তখন বেশিরভাগ মুসলমান এই অল্পভাগ মুসলমানের বিরুদ্ধে কিছু বলে না কেন?

৭৫.
মাথায় টুপি কিংবা হিজাব থাকার কারণে মুসলমানরা কোনো কালেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওই টুপি আর হিজাবের কারণে এই কথাটা তাদের মাথায় ঢুকানোও সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন