আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

মুহম্মদের নিক্ষিপ্ত থুথু ও মুসলমান সম্প্রদায়

লিখেছেন ক্যাট ম্যান

মুহম্মদের পিতৃপুরুষগণ পৌত্তলিক ছিলেন। তাঁরা কাবা মন্দির ও সেই মন্দিরে রক্ষিত ৩৬০ টি মূর্তি পূজা করতেন। বর্তমানে কাবা মন্দিরের দেয়ালে যে হাযরে আসওয়াদ পাথর চুমু খেয়ে মুসলমানগণ হজ্ব পালন করে থাকেন, সেই পাথর চুমু খেয়ে মুহম্মদের পৌত্তলিক পূর্বপুরুষগণও হজ্ব পালন করতেন। মুহম্মদের পোত্তলিক দাদা, বাবা ও চাচাগণ কাবা মন্দির পূজা ও হাজরে আসওয়াদ পাথর চুমু খেয়েই হাজি হয়েছিলেন। তাই মুহম্মদের পিতৃপুরুষ ও আরবের পাথর পূজারি পৌত্তলিক.সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল-কুরআনে বলা হয়েছে:
তবে সেই আগুনকে ভয় কর, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে।
(সূরা বাকারাঃ ২৪)
উক্ত আয়াতে কাবা মন্দিরের হাজরে আসওয়াদ পাথর ও সেই পাথরে চুমু খেয়ে যারা পূজা ও ভক্তি নিবেদন করে, উভয়কে জাহান্নামের আগুনের ইন্ধন বা জ্বালানী বানাবার হুমকি প্রদান করা হয়েছে। 

অথচ স্ববিরোধী মুহম্মদ তাঁর জীবদ্দশায় কখনই এই কাবা মন্দির ও মন্দিরে সংরক্ষিত হাজরে আসওয়াদ পাথর পূজা করার মোহ ত্যাগ করতে পারেন নি। 

অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা সুদৃঢ় করতে পৌত্তলিক পিতৃপুরুষদের পূজিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত কাবা মন্দির ও সেই মন্দির ঘিরে যে পৌত্তলিক হজ্ব প্রথা প্রচলিত ছিল, মুহম্মদ তাকে ইসলামি আচার হিসেবে আত্মীকরণ করেন।

মুহম্মদের এমন সিদ্ধান্ত তার আদর্শগত পরাজয় বরণের সামিল। কারণ মুহম্মদ যে পৌত্তলিক পিতৃপুরুষ ও তাদের আচরিত হজ্ব-প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে এসেছেন, পরবর্তীতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে সেই পৌত্তলিক প্রথাকেই নিজের প্রবর্তিত ধর্ম ইসলামের আচার-প্রথা হিসেবে গ্রহণ করেছেন। অথচ ওই সব পাথর ও পাথর-পূজারিদের জাহান্নামের আগুনের ইন্ধন বানাবার যে-হুমকি প্রদান করা হয়েছে আল-কুরআনে, তা পরবর্তীতে আল-কুরআন থেকে আর অপসারণ করা হয়নি।

বিধায় মুহম্মদের আনীত আল-কুরআন অনুযায়ী মুহম্মদ ও তার হজ্বব্রত পালনকারী সম্প্রদায় মুহম্মদের পৌত্তলিক পিতৃপুরুষদের মতোই জাহান্নামের আগুনের ইন্ধনে পরিণত হবে। অর্থাৎ আল-কুরআন অনুযায়ী মুহম্মদ ও তার মুসলমান সম্প্রদায় যারা হজ্বব্রতের ন্যায় মুশরিকি প্রথা পালন করেছেন, তারা সবাই জাহান্নামি। তারা কাবা মন্দিরের হাজরে আসওয়াদ পাথরসহ জাহান্নামের আগুনের ইন্ধন বা জ্বালানীতে পরিণত হবে।

উপরে থুথু নিক্ষেপ করলে সেই থুথু নিজের মুখে পতিত হয়; তেমনি মুহম্মদের নিক্ষিপ্ত থুথু মুহম্মদ ও তার নিজ মুসলমান সম্প্রদায়ের উপর নিপতিত হয়েছে। এটি মুহম্মদের আবিষ্কৃত অন্যতম ইসলামি প্রহসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন