আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর - ০১

(ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর। 

সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।)

১.
- আমি তখনই মসজিদের খোঁজ করি, যখন আমার হিসু পায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? (সোহেল সর্দার)
- প্রকৃতির ডাক ঈশ্বরের ডাকের ব্যস্তানুপাতিক... (বোকা কাক)

২. 
- খাদিজা এবং নবীর মধ্যে কখনো মতের অমিল হত না কেন? (দাঁড়িপাল্লা ধমাধম)
- "ঘরজামাইরা অতিমাত্রায় স্ত্রীভক্ত হয়" - এই সূত্রের কারণে... (ঔপপত্তিক ঐকপত্য)

৩. 
- কৃষ্ণের প্রেমিকার অভাব হয় না, আমার প্রেমিকাকে পাওয়া যায় না। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো হোয়াই, মানে কেনু? (অসীম নন্দন)
- কারণ আপনে কানু হারামজাদা না। (দাঁড়িপাল্লা ধমাধম)

৪. 
- ধর্মকে আফিমের সাথে তুলনা করা হয় কেন? (Allama Soytaan)
- তখনও ইয়াবা আবিষ্কার হয় নাই বলে। (অন্নপূর্ণা দেবী)

৫. 
- ছেলেদের হাঁটুর ওপর কাপড় ওঠানো বা গোড়ালির নিচে কাপড় নামানো নিষিদ্ধ কেন? কাপড় উঠলে বা নামলে সমস্যা কী? (ওয়াশিকুর বাবু)
- মুসলমানেরা আগে থ্রি কুয়াটার হাপ্পেন পরত তো, তাই গোড়ালির নিচে নামাইলে নুনু বের হয়ে যেত, সেজন্য নিষিদ্ধ। (Shantanu Adib)

৬. 
- মুমিনরা প্রস্রাব করার পর মাটির ঢিলা কুলুপ ব্যবহার করে কেনু? (চার্বাক শুভ্র)
-  এই সুযোগে বেহেস্তের হুরভোগের জন্য অগ্রিম শান দেয়! (হোয়াইট স্টর্ক)

৭. 
- মুমিনগণ পশ্চিমকোণে মুখ করে প্রাকৃতিক কার্য সম্পাদন করে না কেনু? (অসীম নন্দন)
- করে তো! পাদ মারে তো! ঈশ্বর বায়বীয়, তাই বায়ু উনার পছন্দ। কিন্তু তরল বা কঠিন উনার পছন্দ না। তাই ঐদিকে ফিইরা বায়ু মারা যাবে, কিন্তু তরল বা কঠিন না। (বোকা কাক)

৮. 
- বিধর্মী বিয়েতে সব ধর্ম নিষেধ করে কেন? (Shiji Sejuti)
- কাস্টমার হারাবার ভয়ে। (Abdullah Al-Mamun)

৯. 
- আল্লাহর কি জননাঙ্গ আছে? (ধর্মদ্রোহী বালক)
-  না দেখে বলাটা কি ঠিক হবে ? (মূর্খ চাষা)
এবং
- আরশ যেহেতু আছে সেহেতু পাছাও আছে। পাছার উল্টাদিকে কিছু একটা থাকাটা অস্বাভাবিক না। (Mahbubul Hasan)

১০. 
- হিন্দুরা গরুর মাংস খায় না কেনু? (চার্বাক শুভ্র)
- গরুর মাংসে আল্যা থাকে। (দাঁড়িপাল্লা ধমাধম) 
এবং
- গরু খাইয়া ফ্যাল্লে মূত্র পাইব কই? (কৃষ্ণ পূর্ণিমা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন