লিখেছেন নাম প্রকাশে অনিচ্ছুক
অলি-আউলিয়া তথা "ধর্ম"কেই সম্মান করে (কিছু রাজনীতিও ছিল সাথে!!) ঢাকা ও চট্রগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দুটোর নাম রাখা হয়েছে হজরত শাহজালাল ও হজরত শাহ আমানত।
ঢাকা বিমান বন্দরের নামফলক বাংলা ও ইংরেজীর পাশাপাশি পবিত্র ভাষা আরবীতেও লেখা আছে। কিন্তু এই বিমানবন্দর দুটোতে সোনা চোরাচালানি থামানো যায়নি - বরং দিন দিন সেটা বেড়েই যাচ্ছে!
দেখলাম, সৃষ্টির সেরা জীবদের যত্রতত্র মুত্র বিসর্জন থেকে বিরত রাখতে না পেরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ঢাকার রাস্তার দেয়ালে পবিত্র আরবি ভাষার ব্যবহার শুরু করেছে।
দেখা যাক, এবার রাস্তায় আশরাফুল মাখলুকাত'দের "সোনা" প্রদর্শন বন্ধ হয় কি না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন