আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১১ জুলাই, ২০১৫

তিনটি কবিতা

লিখেছেন গৌরাঙ্গ মালাকার

১.
ধর্মে পুরুষের গুরুত্ব নারীর থেকে বেশি
ধর্মে হাইমেনের গুরুত্ব মস্তিষ্কের থেকে বেশি
ধর্মে বিশ্বাসের গুরুত্ব যুক্তির থেকে বেশি
ধর্মে ধর্মশাস্ত্রের গুরুত্ব বিজ্ঞানের থেকে বেশি
ধর্মে অন্ধকারের গুরুত্ব আলোর থেকে বেশি
ধর্মে কুসংস্কারের গুরুত্ব জ্ঞানের থেকে বেশি
ধর্মে ভগবানের গুরুত্ব মানুষের থেকে বেশি
ধর্মে ঘৃণার গুরুত্ব ভালোবাসার থেকে বেশি
ধর্মে স্বর্গের গুরুত্ব পৃথিবীর থেকে বেশি
ধর্মে পরকালের গুরুত্ব ইহকালের থেকে বেশি
ধর্মে ধার্মিকতার গুরুত্ব মনুষ্যত্বের থেকে বেশি

২.
আমি পুজোতে নেই
প্রসাদে আছি
আমি রোজাতে নেই
ইফতারে আছি
আমি প্রেয়ারে নেই
কেকে আছি
আমি ভাগ্যে নেই
কর্মে আছি
আমি বিশ্বাসে নেই
যুক্তিতে আছি
আমি স্বর্গে নেই
মর্তে আছি
আমি শত্রুতায় নেই
বন্ধুত্বে আছি
আমি ধার্মিকতায় নেই
মনুষ্যত্বে আছি
আমি ঘৃণায় নেই
ভালোবাসায় আছি

#

লিখেছেন মেহেদি হাসান ম্যাক

কবি হতে আসিনি

আমি কবি হতে আসিনি
আমি মনুষ্যত্বের ফুল ফোটাতে এসেছি
আমি সাধক হতে আসিনি
আমি মুক্তস্বরে গান গাইতে এসেছি
আমি ভালবাসা পেতে আসিনি
আমি এসেছি ভালবাসার জয়ধ্বনি দেখতে
আমি ভগবানের পূজা করতে আসিনি
আমি এসেছি রাক্ষুসে ভগবানের চিহ্ন মুছতে
আমি আসিনি কোন ভণ্ডের ভণ্ডামি দেখতে
আমি এসেছি ভণ্ডের ভণ্ডামি মুছতে
আমি অন্ধকার দেখতে আসিনি
আমি আশার অনলে স্নান করতে এসেছি
আমি ভবঘুরে হয়ে ঘুরতে আসিনি
আমি বিদ্রোহী জবান খুলতে এসেছি
আমি লাল রক্তের স্রোত দেখতে আসিনি
আমি এসেছি সবুজ ঘাসের খেলা দেখতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন