আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

সূরা আল-প্রক্সি

লিখেছেন মহিন উদ্দিন আহামেদ

আয়াত সংখ্যা ছয়,
সিলিকন ভ্যালিতে অবতীর্ণ

তাহাদের চাইতে যোগ্য এবং বুদ্ধিমান ব্যক্তি আর কে হইতে পারে,
যাহারা সরকারকে কাঁচকলা দেখাইয়া দিব্যি ফেসবুকে যাতায়াত করিতেছে?

তাহারাই উত্তম এবং সম্মানিত ব্যক্তি, যাহারা লাইক-কমেন্টের ঘোর আকালেও অনবরত স্ট্যাটাস প্রসব করিতেছে
এবং অন্যের স্ট্যাটাসে লাইক-কমেন্ট করিতেছে।

কসম আমার ইনবক্সের, তাহারাই মহৎ, তাহারাই উদার,
যাহারা আলাপের পুরাতন ব্যক্তিবর্গকে খুঁজিয়া না পাইয়া নতুন ব্যক্তিবর্গের সহিত বিবিধ আলাপ তৈরি করিতেছে।

আর সেই সমস্ত উচ্চতমপদস্থ কর্মকর্তা অপেক্ষা অধিক নির্বোধ আর কাহারা হইতে পারে,
যাহারা ফেসবুক বন্ধ ঘোষণা করিয়া নিজেরাই ফেসবুকে গতায়াত অব্যাহত রাখে?
নিশ্চয়ই জনগণ উক্ত নির্বোধ উচ্চতমপদস্থ কর্মকর্তাগণ সম্পর্কে জ্ঞাত আছে।

তোমরা কি শুকরিয়া আদায় করিবে না তোমাদের "এড মি",  "আই এম বলগ" বন্ধুদের প্রতি,
যাহারা গত কয়েকদিন যাবৎ তোমাদিগকে দিয়াছে অফুরন্ত শান্তি?

আর তোমরা সীমালঙ্ঘন করিয়ো না, যাহারা প্রক্সি ব্যাবহার করিয়া খুব বড়াই করিতেছ।
বরং সংযত থাকো, সরকার নিশ্চয় সংযমকারীদের পক্ষে, কেননা সীমালঙ্ঘনকারীদের জন্য রহিয়াছে ভয়াবহ সাতান্ন ধারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন